Sunday, October 2, 2016

তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান নরসিংদীর মাধবদী ও আড়াইহাজার এলাকার ১২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান
নরসিংদীর মাধবদী ও আড়াইহাজার এলাকার 
১২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তৌহিদুর রহমান,নরসিংদী : তিতাস গ্যাস ও প্রশাসনের ধারাবাহিক অভিযানে নরসিংদীর মাধবদী ও আড়াইহাজারের ১৮টি গ্রামের প্র্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কাবিরুল ইসলাম খান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করেন। তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। অভিযানের এই জেলার মাধবদী থানার আলগী এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক আইন শৃংক্সখলা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মাধবদী শিল্প এলাকার তিতাসের উচ্চচাপের সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি ও প্রভাবশালীরা নিজেদের পকেট ভারী করতে সাধারণ মানুষকে ভুল বুজিয়ে এতে সরকার প্রতিমাসে কয়েক কোটি টাকার রাজ¯^ থেকে বঞ্চিত হচ্ছে। এরই প্রেক্ষিতে চলমান অভিযানের অংশ হিসেবে সকালে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সহযোগীতায় মাধবদী থানার আলগী এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের কারিগরী দল মাটি খুড়ে প্রায় ৩ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। এতে মাধবদীর আলগী, কান্দাপারা, কাঠালিয়াসহ ১৪টি ও পাশ্ববর্তী নারায়নগঞ্জ এর আড়াইহাজার উপজেলার ৪টি গ্রামের প্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। কারিগরী দলের নেতৃত্ব দেন ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজে।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে আগামী ১ মাসের মধ্যে সকল অবৈধ সংযোগ বিচ্ছিনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে অভিজ্ঞ মহলের মতে প্রকৃত অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীরা ধরাছোয়ার বাইরে থাকায় ঠেকানো যাচ্ছেনা অবৈধভাবে গ্যাসের ব্যবহার।  


তৌহিদুর রহমান,নরসিংদী। 
০২.১০.১৬ইং


No comments:

Post a Comment