তিতাস গ্যাস এর অভিযানে লোহার পাইপ ও ঝালাই এর সরঞ্জাম উদ্ধার
তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার জন্য চেষ্টা করেছে একটি চোরাই সিন্ডিকেট। খবর পেয়ে তিতাস গ্যাস নরসিংদীর তাৎক্ষনিক অভিযানে প্রায় ২ লক্ষ টাকার লোহার পাইপ ও ঝালাই এর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার দুপরে তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম পুলিশের সহায়তায় এই অভিযান চালান।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত ২২ আগস্ট সদর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বির আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাজীপুর ও বাদুয়ারচর এলাকার সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি ও প্রভাবশালীরা নিজেদের পকেট ভারী করতে সাধারণ মানুষকে ভুল বুজিয়ে পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার জন্য প্রতি বাড়ি থেকে ২০-৩০ হাজার টাকা উঠায়। এর নেতৃত্ব দেন আব্দুল খালেক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন। আজ শনিবার ছুটির দিন এই চোরাই সিন্ডিকেট রাস্তা খুড়ে গ্যাস সংযোগ নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিতাস গ্যাস নরসিংদীর কর্মকর্তা পুলিশ সুপার কে অবহিত করেন। পরে পুলিশ বাহিনীর সহযোগীতায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের অভিযানিক দল রাস্তার পাশ থেকে ও একটি বাড়ি থেকে প্রায় ১ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ, জালাই দেয়ার মেশিন, মাটি খোড়ার কোদাল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। তবে এই চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক মোজাফফর হোসেন জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ সংযোগ দেয়ার সাথে জড়িতরা পালিয়ে গেছে। তিতাস গ্যাসের পক্ষ থেকে মামলার পর আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলবে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী।
২২.১০.১৬ইং
No comments:
Post a Comment