Monday, October 17, 2016

তিতাস গ্যাস এর ধারাবাহিক অভিযান আড়াইহাজারে স্থানীয় জন প্রতিনিধি ও মিল মালিকদের সহায়তায় অবৈধ

তিতাস গ্যাস এর ধারাবাহিক অভিযান
আড়াইহাজারে স্থানীয় জন প্রতিনিধি ও মিল মালিকদের সহায়তায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
তৌহিদুর রহমান,নরসিংদী :
নরসিংদী জেলার সিমান্তবর্তী আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও মিল মালিকদের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস নরসিংদী।  আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম এই অভিযান চালান। নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার ঝালাকান্দি, ঋষিপাড়া, হুগলাকান্দি, কাইলকাকান্দি, ভিটি কলাগাছি এলাকার  ৫ টি গ্রামের ৮ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মাধবদী থেকে গোপালদী পর্যন্ত বিভিন্ন শিল্প কারখানার জন্য ৪ ইঞ্চি ব্যসার্ধের সরবরাহ লাইন রয়েছে। কতিপয় রাজনৈতিক ব্যাক্তি ও লোভী প্রভাবশালীরা অবৈধ ভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ দেয়। নিজেদের পকেট ভারী করতে সাধারণ মানুষকে ভুল বুজিয়ে তারা এই কাজটি করে। এতে সরকার প্রতিমাসে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প কারখানায় গ্যাসের অভাব দেখা দেয়। যার ফলে মিল মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। নাদিম সাইজিং মিল এর মালিক ইঞ্জি, মুরাদ হোসেন জানান, এমনিতেই আমরা সবসময় চাহিদামত গ্যাস পেতাম না। সেখানে সরবারহ লাইন থেকে হাজারে হাজারে অবৈধ সংযোগ নেয়ায় মিলের উৎপাদন কমে যায়। গত ৩ বছরে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। শ্রমিকদের পাওনা দিতেই হিমশিম থেতে হয়। প্রশাসন এর কাছে এই বিষয়ে অভিযোগ জানালেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিতাস গ্যাস কে সহযোগিতা করছি।
গোপালদী ইউনিয়নের(বর্তমানে পৌরসভা) সাবেক চেয়ারম্যান  কাজী বেনজীর আহমেদ এসময় উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, গ্যাসের অভাবে মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসদ সদস্য নজরুর ইসলাম বাবুর নির্দেমে আমরা নিজেরাই এখন অবেধ সংযোগ বিচ্ছিন্ন করার কাঝে নেমেছি।
তিতাস গ্যাস নরসিংদী অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজের নেতেৃত্বে কারিগরী দল মাটি খুড়ে প্রায় ১ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে।
অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া, ব্যবহার ও সরকারী সম্পত্তির ক্ষতিসাধনের জন্য আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।

# তৌহিদুর রহমান, নরসিংদী। ১৭/১০/১৬ইং

No comments:

Post a Comment