Monday, October 31, 2016

নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির মাটি খুড়ে কলেজ ছাত্রির লাশ উদ্ধার মা-বাবাসহ পরিবারের সদস্যরা পলাতক


নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির মাটি খুড়ে
 কলেজ ছাত্রির লাশ উদ্ধার
মা-বাবাসহ পরিবারের সদস্যরা পলাতক


তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির মাটি খুড়ে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগা মেয়েটির নাম মুনিরা আক্তার(১৭)। সে নরসিংদী ইমপেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম। ঘটনার পর পর আতœগোপনে আছে ওই পরিবারের সকল সদস্য। নিহত ওই কলেজছাত্রী ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল রোববার সন্ধ্যা রাতে পুলিশ উপজেলার শেরপুর গ্রাম থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর পরিবারের লোকজন লাশ মাটিতে পুঁতে রাখে।

এলাকাবাসী ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সোমবার থেকে মুনিরা নিখোঁজ ছিল। এ বিষয়ে পরিবারের লোকজন থানায় কোন ধরনের অভিযোগ বা সাধারন ডায়েরী করেনি। এ নিয়ে এলাকার মানুষের মনে নানা প্রশ্নের তৈরী হয়। রোববার বিকেলে নিহতের বড় বোন নাদিরা বেগম কথার ছলে পাশের বাড়ির খাদিজা বেগম কে মুনিরার নিখোজ থাকার রহস্য ফাস করে দেয়। খাদিজা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আমির চাঁন মিয়াকে জানান। পরে ইউপি সদস্য সন্ধ্যায় শিবপুর থানাকে অবহিত করেন। এই খবর পেয়ে থানা পুলিশ মুনিরার বাড়ির মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। 
মুনিরার নিখোজের রহস্য মানুষ জেনে যাওয়ার পর থেকেই কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় ওই পরিবারের সব সদস্যরা। স্থানীয়রা আরো জানায়, নোবেল নামের স্থানীয় এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল নিহত মুনিরার। এই সম্পর্ক মেনে নেয়নি মা-বাবা। এ নিয়ে মেয়েটিকে মারধর করতো তার বাবা-মা। 
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তার পরিবারের লোকজন তাঁকে হত্যার পর লাশ মাটিতে পুতে রাখে। ঘটনা জানাজানির পর পরই মুনিরার বাবা-মা সহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বিভিন্ন বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত করে দেখছে। এলাকার মানুষের সাথে কথা বলে এই হত্যার কিছু ক্লু পাওয়া গেছে। নোবেল নামের এক ছেলে সাথে মেয়েটির প্রেম ছিল। সম্পর্ক টি মেনে নেয়নি পরিবার। এ নিয়ে মেয়েকে মারধরের ফলে তার মৃত্যু হয় অথবা সে আতœহত্যা করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যবে। মুনিরার বাবা-মা ও পরিবারের লোকজন কে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। মুনিরার নিহতের ঘটনায় কেউ যদি মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩১/১০/১৬ইং

No comments:

Post a Comment