ধারালো অস্ত্রসহ গ্রেফতার
তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাত কে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার হাইড়মারা নামক স্থান থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশের তৈরী ২ টি ধারালো কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। অটককৃতরা হলো রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার রেজাউল করিমের ছেলে মামুন মিয়া (২৩) ও সদর উপজেলার বাগহাটা এলাকার হানিফ হোসেনের ছেলে মাজহারুল শুভ(২০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকায় বাচ্চু মিয়ার পুকুর পাড়ের একটি নির্জন ঘরে অভিযান চালানো হয়। ওই সময় সেখানে গ্রেফতারকৃতরা বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় এলাকাবাসীর সহযোগীতায় মামুন ও শুভ কে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। এসময় অপর এক ডাকাত এরশাদ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন বাড়িতে ডাকাতি করতো বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় ডাকাতির প্রস্তুতির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৬/১০/১৬ইং
No comments:
Post a Comment