সরকার বিরোধী প্রচারনা ও জঙ্গি কার্যক্রমের তহবিল সংগ্রহের অভিযোগে নরসিংদীতে গ্রেফতার ২ জন

গোয়েন্দা পুলিশ এর দেওয়া তথ্যমতে জানা যায়, আটককৃতরা ফেসবুকের মাধ্যমে সরকার বিরোধী প্রচার প্রচারনা চালিয়ে আসছিল। ওয়ালীউর তার ব্যবহৃত ফেসবুক একাউন্ট পেইজে সরকার বিরোধী প্রচারনা, ধর্মীয় উগ্রতা ও উস্কানীমূলক পোষ্ট দিত। ওয়ালীউর, সহযোগী নাইম, নাহিদ ও ৬/৭ জন এর গোপন সভার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হতো। গতকাল ভোরে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠনের জন্য তহবিল সংগ্রহের লক্ষে হালিম টাওয়ারের আশেপাশে গোপন সভায় মিলিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে হালিম টাওয়ারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে মিরাজ ও নাইমকে সততা জেনারেল হাসপাতালে ভিতর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় নাহিদ ও অজ্ঞাত আরও ৬/৭ জন পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, তথ্য প্রমানের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তৌহিদুর রহমান,নরসিংদী
২৫/১০/১৬ইং
No comments:
Post a Comment