Wednesday, August 31, 2016

নরসিংদীতে সিলিন্ডার গ্যাসের সংকট ভোগান্তিতে গ্রাহকরা

নরসিংদীতে সিলিন্ডার গ্যাসের সংকট 
ভোগান্তিতে গ্রাহকরা

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদী সিলিন্ডার গ্যাসের সংকটে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। জেলার সব কয়টি উপজেলায় দেখা দিয়েছে এই সংকট। দোকানে গিয়ে সিলিন্ডার না পেয়ে ফিরে যাচ্ছে গ্রাহকরা। সংকটের কথা স¦ীকার করে ডিলাররা জানালেন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় চাহিদা বেড়ে যাওয়ার কারনেই এমন সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের কারনে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে গ্রাহকদের। এক সিলিন্ডার যেখানে  ৯০০ টাকা সেখানে ক্ষেত্র বিশেষে ১১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে গ্রাহকদের।

নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি দোকানে সিলিন্ডার গ্যাসের জন্য ভীড় করছেন গ্রাহকরা। এ নিয়ে অনেক গ্রাহক বিক্রেতাদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন। সদর উপজেলার চিনিশপুর এলাকার নয়ন মিয়া জানান, বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, দোকানে এসে দেখি গ্যাস নেই । এখন তো খুব সমস্যায় পড়ে গেলাম। এদিকে বিক্রেতারা জানিয়েছেন চাহিদামত সিলিন্ডার না পাওয়ায় সংকটে পড়েছেন তারা। ভেলানগরের খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতা হানিফ এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল আউয়াল জানান, আশেপাশের বাড়ির অনেক গ্রাহক আসছে গ্যাস নিতে। কিন্তু আমরা তাদের তা দিতে পারছিনা। ডিলারের কাছে গেলে বলে গ্যাস নেই। এ নিয়ে কাষ্টমারদের সাথে বাদানুবাদ হচ্ছে। ইদানিং জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সিলিন্ডার গ্যাসের চাহিদা ব্যাপক ভাবে বেড়ে গেছে। এ নিয়ে কথা হয় বসুন্ধরা এল.পি গ্যাস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন এর সাথে। তিনি জানান, আমাদের প্লান্টে তরল গ্যাসের কোন অভাব নেই কিন্তু সিলিন্ডারের অভাবে আমরা তা সরবারহ করতে পারছিনা। সিলিন্ডার বিদেশ থেকে আমদানী করতে হয়। কোম্পানীর যত সিলিন্ডার ছিল তার সবই মার্কেটে রয়েছে। জেলার ৫ জন ডিলারের  প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা রয়েছে সেখানে আমরা মাত্র ৫০০ সিলিন্ডার সরবারহ করতে পারছি। সদর উপজেলার ভেলানগর এলাকার  ডিলার মেসার্স হামী এন্টার প্রাইজের মালিক শামীম মিয়া জানান, সিলিন্ডারের অভাবে আমরা চাহিদামত গ্রাহকদের গ্যাস দিতে পারছিনা। কোম্পানীর সাথে যোগাযোগ করলে তারা বলে সিলিন্ডার দিতে পারলে আমরা গ্যাস দিতে পারব।
সরকার  যেখানে সিলিন্ডার গ্যাস ব্যবহারে জনগনকে উৎসাহীত করছে সেখানে সিলিন্ডার গ্যাসের সংকট ভাবিয়ে তুলছে মানুষকে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩১/৮/১৬ইং
   



Tuesday, August 30, 2016

নরসিংদীতে ট্রেনে মোবাইল ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক




 নরসিংদীতে ট্রেনে মোবাইল ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে মোবাইল ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
আটককৃতরা হলেন- কিরণ (২৫), জনি (২০) ও পাবেল (২১)।
কিরনের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজীপুরে, জনির ঢাকার মোহাম্মদপুরে ও পাবেলের জামালপুর জেলার বকশিগঞ্জে। 
 ট্রেনের যাত্রীরা জানান, বিমান বন্দর, টঙ্গী, নরসিংদী ও ভৈরব স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে জানালার পাশে থাকা মোবাইল ব্যবহারকারী ট্রেন যাত্রীর মোবাইল প্রতিদিনই ছিনতাই হচ্ছে । রেলওয়ে পুলিশকে শত অভিযোগ করেও কোন কাজ হচ্ছে না।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয় জনতা ৩ যুবককে ধরে ফাঁড়িতে সোপর্দ করেছে। ঘটনার তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩০-৮-১৬ইং 



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনের জন্য এক হাজার আসন বিশিষ্ট ছাত্র হল নির্মাণ করে দেবে থার্মেক্স গ্রুপ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনের জন্য এক হাজার আসন বিশিষ্ট ছাত্র হল নির্মাণ করে দেবে থার্মেক্স গ্রুপ।

তৌহিদুর রহমান, নরসিংদী : সোমবার রাত  ১০টার দিকে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থার্মেক্স গ্রæপের চেয়ারম্যান আলহাজ আ. কাদির মোল্লার সঙ্গে তার কাকরাইলস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হন।

এসময় আলহাজ আ. কাদের মোল্লা তার পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুসারে কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এক হাজার ছাত্রের জন্য একটি অত্যাধুনিক হল নির্মাণ করে দিচ্ছেন বলে জানান।

পবিত্র ঈদুল-আজহার ছুটি শেষে এ উপলক্ষে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্বারক্ষ সই হবে। হলটির নির্মাণ কাজ আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ শুরু করা হবে এবং নির্মাণের সার্বিক তত্ত্বাবধানের থাকবে থার্মেক্স গ্রুপ।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শি¶ক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো
. ওহিদুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি অত্যাধুনিক বাস প্রদান করেছিলেন এবং তিনি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি হল নির্মাণে সহযোগিতার কথা ব্যক্ত করেছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন জাগো নিউজকে বলেন, থার্মেক্স গ্রুপ জবিকে এক হাজার আসন বিশিষ্ট হল নির্মাণ করে দেবে। যার নকশা জবি করে দেবে। আসা করি ঈদের পর এ প্রক্রিয়া শুরু হবে।
তৌহিদুর রহমান, নরসিংদী :

Friday, August 26, 2016

নরসিংদীতে ৪লক্ষ টাকার বিদেশী মদ ও বিয়ার সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নরসিংদীতে ৪লক্ষ টাকার বিদেশী মদ ও বিয়ার সহ
১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে ৪লক্ষ টাকার বিদেশী মদ ও বিয়ার সহ মাসুম মিয়া (৩০) নামের ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আজ শুক্রবার ভোরে মডেল থানা পুলিশ  অভিযান চালিয়ে নরসিংদী বড় বাজার জামে মসজিদ সংলগ্ন একটি গোডাউন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুম মিয়া নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়ার সেন্টু মিয়ার ছেলে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, মোস্তাক আহমেদ ও তার টিম নিয়ে আজ শুক্রবার ভোরে নরসিংদী বড় বাজার জামে মসজিদের আশপাশের এলাকায় অভিযান চালায়। প্রায় ২ ঘন্টা অভিযান শেষে মসজিদ সংলগ্ন একটি গোডাউন থেকে মাদক পাচার কালে মাদক ব্যবসায়ী মাসুম মিয়াকে আটক করে। পরে সেই গোডাউন থেকে ১৯৫ পিস বিয়ার ও ৬৫ পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদের বোতল উদ্ধার করে। যার বাজার মূল্য ৪লক্ষ ৪হাজার ৫শত টাকা। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


তৌহিদুর রহমান,নরসিংদী ।
২৬-০৮-১৬ইং

নরসিংদীতে ৭ লাখ জাল টাকা ও টাকা তৈরীর মেশিন সহ ২ জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

নরসিংদীতে ৭ লাখ জাল টাকা ও টাকা তৈরীর মেশিন সহ
২ জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে ৭ লাখ জাল টাকা ও টাকা তৈরীর মেশিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আমেনা বেগম।
পুলিশ সুপার আমেনা বেগম জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে একটি দল মাধবদী থানার মাজার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ জাল টাকাসহ জালনোট চক্রের পটুয়াখালীর কাউছার আহমেদ ও মাদারীপুরের হাফিজুল হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পাশ্ববর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল নোট তৈরীর সরঞ্জামাদি একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ১০০ এবং ৫০০ টাকার জল ছাপের কাগজ, এক পৃষ্ঠা ছাপানো ১০০০ টাকার জাল নোটের কাগজ ও টাকা ছাপ দেওয়ার কাঠের ডাউস উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার জানায়, গ্রেপ্তারকৃত কাউছার আহমেদ এর আগেও জাল টাকাসহ রাজধানীর ঢাকার বিভিন্ন থানায় ৪ বার গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে পুণরায় সে পুণরায় জাল টাকা তৈরী শুরু করে। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে তারা জাল টাকা তৈরী করে বিভিন্ন ব্যাক্তি ও ব্যাংকের কর্মকর্তার মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছে। তারা এক লাখ জাল টাকার বৈধ ২২ হাজার টাকায় বিক্রি করে থাকে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
২৬/৮/১৬ইং


Wednesday, August 24, 2016

নরসিংদীতে মন্দিরের তত্বাবধায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ২


নরসিংদীতে মন্দিরের তত্বাবধায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা
ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ২

তৌহিদুর রহমান, নরসিংদী ঃ নরসিংদীতে একটি কালী মন্দিরের তত্বাবধায়ক চিত্র রঞ্জন আর্য্যকে কে  চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের রগুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের পাশে নিজের মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত থাকার সন্দেহে  ২ জন কে আটক করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে মুখোশ পরিহিত ৩ যুবক চিত্র রঞ্জন আর্য্যরে দোকানে যায়। এসময় কিছু বুঝে উঠার আগেই তারা ধারালো চাপাতি দিয়ে ওনাকে এলোপাথাড়ি কুপাতে থাকে। ওই সময় তাঁর চিৎকারে স্ত্রী চঞ্চলা রাণী আদ্য ছুটে এসে দেখেন তার ¯^ামীকে চেয়ারে বসা অবস্থায় একজন চাপাতি দিয়ে কোপাচ্ছে। এসময় ¯^ামীকে বাচাতে চেষ্টা করেন তিনি। সন্ত্রাসীরা তার চুলির মুঠি ধরে তাকে টেনে হিচড়ে সরিয়ে দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত চিত্র রঞ্জনকে প্রথমে পাঁচদোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
আহত চিত্র রঞ্জনের বড় ভাই নিতাই চন্দ্র আদ্য জানান, রাত ১০ টার দিকে দোকান থেকে আর্তচিৎকারের শব্দ শুনে এগিয়ে যাই। এসময় দেখি ২ জন সন্ত্রাসী আমার ভাই কে চাপাতি দিয়ে কোপাচ্ছে ও আমার ভাইয়ের বৌকে মারধর করছে ও রাস্তার উপর একজন মটরসাইকেল নিয়ে দাড়িয়ে আছে। তখন আমি আমার ভাইকে বাচানোর জন্য চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা দ্রুত মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
আহত চিত্র রঞ্জন নিজের জমির উপর একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন এবং মন্দিরের তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মন্দিরে পাশেই তিনি একটি মুদির দোকানধারী করে সংসার চালাতেন। তার একটি প্রতিবন্ধি ছেলে রয়েছে। সাধারন ও নিরীহ এই লোকের কোন লোকের সাথে কোন্দল না থাকলেও স্থানীয় এক যুবক চাদার জন্য বিরক্ত করছিল বলে এম্বুলেন্সে ¯^জনদের জানান তিনি। এবং হামলার সময় অপর এক যুবক ঘটনাস্থলে দাড়িয়ে ছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই ২ জন কে আটক করেছে।
মাধবদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, আহত ব্যাক্তি কোন মন্দিরে তত্বাবধায়ক নয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দ্ইু জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের ¯^ার্থে তাদের নাম প্রকাশ করছিনা। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।   সাম্প্রতিক কালে দেশব্যাপী সংঘটিত ঘটনার অংশ কি না তা খতিয়ে দেখতে বিভিন্ন তদন্ত সংস্থা কাজ শুরু করেছে।
এদিকে এই হামলার ঘটনায় নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সাহা জানিয়েছেন, আহত চিত্র রঞ্জন আর্য্য রগুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের তত্বাবধায়ক। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tuesday, August 23, 2016

নরসিংদীতে ১ কোটি টাকা সমমূল্যের ইয়াবা ও হিরোইন ধ্বংস করেছে জেলা আদালত

নরসিংদীতে ১ কোটি টাকা সমমূল্যের ইয়াবা
ও হিরোইন ধ্বংস করেছে জেলা আদালত

নরসিংদীতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান প্রায় ৮ হাজার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন|

নরসিংদীতে তিতাসের অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন অভিযান 
প্রায় ৮  হাজার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদী তে তিতাস গ্যাসের অভিযানে প্রায় ৮ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর ও পাটুয়ার পার এলাকায়  অভিযান চালিয়ে সংযোগ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে এই অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা ভূমি কর্মকর্তা মোস্তফা মনোয়ার।

নরসিংদী তিতাস গ্যাস এর অঞ্চলিক বিক্রয় কেন্দ্রে ভারপ্রাপ্ত উপ মহা-ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

নরসিংদীতে প্রাণের শ্রমিক কে গনধর্ষনের দায়ে ৬ জনের ফাসির রায়

নরসিংদীতে প্রাণের শ্রমিক কে গনধর্ষনের দায়ে ৬ জনের ফাসির রায় 

তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদীতে প্রানের মহিলা শ্রমিক কে গনধর্ষনের দায়ে ৬ যুবকের ফাসির রায়ে দিয়েছেন আদালত। জোড়পূর্বক সংঘবদ্ধ ধর্ষনের অপরাধে ৬ জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ১ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। একই সাথে গনধর্ষনের ভিডিও চিত্র ধারনের অপরাধে আসামী ইব্রাহীম ও আঃ রহমান কে পর্নগ্রাফী অপরাধে ৬ আসামীকে ৭ বছরের সশ্রম কারদন্ড ও ২ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপর ৩ টার দিকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহাম্মেদ আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো,

Saturday, August 20, 2016

নরসিংদীর পলাশে বাড়ি থেকে তুলে নিয়ে নারী শ্রমিক কে গণধর্ষণ

নরসিংদীর পলাশে বাড়ি থেকে তুলে নিয়ে নারী শ্রমিক কে গণধর্ষণ

তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীর পলাশে বাড়ি থেকে তুলে নিয়ে নারী শ্রমিক কে পালাক্রমে ধর্ষন করেছে ৪ লম্পট। এসময় এক লম্পট কে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসি। আটকৃকত লম্পট শাকিল (২৪) পলাশ কুটির পাড়া এলাকার দেলু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌরসভার কলাবাগান নামক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত কিশোরী জনতা জুটমিলে শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসী ও ধর্ষিতার সাথে কথা বলে জানা যায়,

Thursday, August 18, 2016

১ শিশুকে বাচাতে গিয়ে ৪ তরুনের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া

১ শিশুকে বাচাতে গিয়ে ৪ তরুনের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া

তৌহিদুর রহমান, নরসিংদী : ১ শিশুকে বাচাতে গিয়ে 4 তরুনের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া্ নেমে পড়েছে। চার চারটি তাজা পা্রণ জড়ে যাওয়া যেন কোন ভাবেই মেনে নিতে পারছেনা নরসিংদী বাসী। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৫ টায় সিলেট মহা সড়কে নরসিংদী সদর উপজেলার কান্দাইল এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে এই ৪ তরুনের মৃত্যু হয়েছে।  নিহতরা হলো নরসিংদী চেম্বার অব কমার্সে র পরিচালক মোমেন মোল্লার ছেলে আশিকুর রহমান পাভেল (২৪), ভগীরথপুর এলাকার আব্দুর রশিদমিয়ার ছেলে লিমন(22) মাধবদীর কাশিপুর মহল্লার আ্দুল বাতেন এর ছেলে শরিফুল ইসলাম তুষার(23) ও অভি মাধবদীর মাছুম চৌধুরীর ছেলে অভি (22)। গতকাল বুধবার বিকাল আড়াইহাজার উপজেলার পুরিন্দা নামক এলকায় ঢাকা সিলেট মহসড়কে এই দূর্ঘটনা ঘটে। ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আশিকুর রহমান পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র এবং শরিফুল ইসলাম তুষার ইন্ডিপেন্ডেন্টে ইউনিভার্সিটির ছাত্র ছিল। 
 জানা যায়, মাধবদী থেকে ৪ বন্ধু প্রাইভেট কার যোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় এক স্কুল শিক্ষার্থীকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মাকান্দাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারটি উল্টে গিয়ে রাস্তার পাশের এক ডোবায় পড়ে ডুবে যায়। এসময় নিরুপায় লোকজন রাস্তা পাশে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে থাকে। খবর পেয়ে মাধবদীর দমকল বাহিনী  ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির সহযোগীতায় প্রায় আধা ঘন্টা পর প্রাইভেট কারটি পানি থেকে টেনে উপরে তুলে আনেন। এ সময় তুষারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকী ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় মাধবদী ও নরসিংদীকত শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে ৪ জন টগবগে যুবকের মুত্য যেন ভারী পাথর হঢে সবার বুক েচেপে ধরেছে। আজ সকাল 10 টায় মাধবদীর ভগীরথপুরের হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে নিহতদের জানা অনুষ্ঠিত হয়। জানাজায় অংমগ্রহন করেন আড়াইহাজারের( নারায়নগঞ্জ-২) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) যুগ্ন সচিব কামাল হোসেন ও মাধবদীর মেয়র মোশারফ হোসেন মানিক সহ নরসিংদীর ব্্যবসায়ীক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ । এসময় নিহতদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয় করা হয়। 
#
তৌহিদুর রহমান,নরসিংদী
18/8/16

নরসিংদীর হাজীপুরে তিতাস গ্যাসের অভিযান প্রায় ৭ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীর হাজীপুরে তিতাস গ্যাসের অভিযান
প্রায় ৭ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে তিতাস গ্যাস অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। আজ বৃহস্প্রতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার হাজীপুর, বদুয়ারারচর, কান্দাপাড়া, দড়িপাড়া, কোনাপাড়া, পুরানপাড়া, হোসেনপুর, খাসেরচর সহ কয়েকটি এলাকায়  অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
 নরসিংদী তিতাস গ্যাস এর অঞ্চলিক বিক্রয় কেন্দ্রে ভারপ্রাপ্ত উপ মহা-ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম

Tuesday, August 16, 2016

মনোহরদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করলো বিদ্যালয় কর্তৃপক্ষ!!!

মনোহরদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করলো চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ!!!

নরসিংদীর পলাশে ৮ম শ্রেণীর ছাত্রী আদিবা হত্যার দায়ে ১ জনের ফাসির রায় দিয়েছে আদালত।

নরসিংদীর পলাশে ৮ম শ্রেণীর ছাত্রী আদিবা হত্যার দায়ে 
১ জনের ফাসির রায় দিয়েছে আদালত।

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীর পলাশে ৮ম শ্রেণীর ছাত্রী মাইশা মেহজাবিন আদিবা (১৪) হত্যা মামলায় ১ জনের ফাসির রায় দিয়েছেন আদালত।  আজ মঙ্গলবার দুপর ১.৩০ মিনিটে নরসিংদীর অতিরিত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ শাহীন উদ্দিন এই রায় প্রদান করেন। সেই সাথে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীর নাম মিজানুর রহমান ওরফে মিজান(২৮)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। কর্মসূত্রে তারা ঘোড়াশাল সার কারখানা কলোনীতে বসবাস করছে। ২০১২ সালের ২৬ জানুয়ারী নিজ বাসার ভিতরে গলাকেটে হত্যা করা হয় আদিবাকে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়,

Monday, August 15, 2016

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে ৫ ডাকাত কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশে।

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে ৫ ডাকাত কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশে।

তৌহিদুর রহমান,নরসিংদী: ঢাকা সিলেট মহাসড়কে বিভিন্ন পরিবহনে ডাকাতির সাথে জড়িত ৫ ডাকাত কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোর ৩ টায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ঢাক সিলেট মহাসড়কের পুরিন্দা নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাও এলাকার মৃত ছালাম খাঁর ছেলে মোকলেস (৫৫) একই উপজেলার গোপিন্দি গ্রামের মেজবাহ উদ্দিন এর ছেলে  আমিন (২২), শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার বালিঝুড়ি গ্রামের আলমগীর হোসেন এর ছেলে তুহিন (২৬), ফরিদপুর জেলার ভাংগা উপজেলার কোমপাড়া  গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে দেলোয়ার (২৩) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পিরোজপুর গ্রামের আঃ করিম এর ছেলে মোঃ হীরা (২৫)।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর তাদের কে গ্রেফতার করতে সক্ষম হই। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন  পরিবহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৫/৮/১৬ইং

Sunday, August 14, 2016

নরসিংদীতে পুরোহিতের বেশভূষা ও চাপাতি সহ শিবপুর থানা শিবিরের সভাপতি সহ ২ জন গ্রেফতার

নরসিংদীতে পুরোহিতের বেশভূষা ও চাপাতি সহ শিবপুর থানা শিবিরের সভাপতি সহ ২ জন গ্রেফতার
(পুরোহিত সেজে নাশকতার পরিকল্পনা করছিলো ধারণা পুলিশের)

তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীতে পুরোহিতের বেশভুষা ও চাপাতি সহ শিবিরের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকা রাতে শহরের ভেলানগর মহল্লার মানিক রোড হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শিবপুর উপজেলার মো: হেলিম মিয়ার ছেলে ও শিবপুর উপজেলা শিবিরের সভাপতি মো: মাহাবুবুল আলম (২৫) ও মনোহরদী উপজেলার বাদল মিয়ার ছেলে ও মনোহরদী উপজেলা শিবিরের সাথী মিজানুর রহমান (২২)।
আজ রবিবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ সুপার আমেনা বেগম। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টিম ভেলানগরের মানিক রোডে টহল দিচ্ছিল। রাত ১২ টা সময়

Thursday, August 11, 2016

নরসিংদীতে প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত ২৫ হাজার ৬ শত ৩০ পিস ইয়াবা ট্যাবললেট সহ শরীফ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনার চৈতাব এলাকার ড্রীম হলিডে পার্কের সামনে থেকে তাকে গ্রেফতরা করা হয়। এ মাদকের চালানসহ গ্রেফতারকৃত শরীফ(৩০) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার তাহের আলীর ছেলে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আ: গাফফার তার টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার আমেনা বেগম।

Wednesday, August 10, 2016

নরসিংদীতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২০০ পিস ইয়াবা সহ কিশোর মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নরসিংদীতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২০০ পিস ইয়াবা সহ কিশোর মাদক ব্যবসায়ী গ্রেফতার।

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে এক কিশোর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের  ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত কিশোর মাদক ব্যবসায়ী সাগর (ওরফে) তুষার (১৯) আড়াইহাজার উপজেলার রাশুদ্দি দক্ষিন পাড়ার ইমান আলির ছেলে। গতকাল মঙ্গলবার রাত ১০ টায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ক্রেতা সেজে অভিনব উপায়ে মাধবদী বিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, আইন শৃংখলা বাহিনীর চোখ এড়াতে একটি চক্র কিশেঅরদের দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে। তাদের ধরার জন্য বিভিন্ন কৌশলের অংশ হিসেবে, মাধবদী বিরামপুর এলাকায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে আনুমানিক ৩ ল¶ ৬০ হাজার টাকা মূল্যের ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করি। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেফতার করাার জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেফতার সাগরের বিরুদ্ধে মাদক দ্রব্য  নিয়ন্ত্রন আইনে মামলা রজুু করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী 
১০/৮/১৬ইং

Sunday, August 7, 2016

কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ার ক্ষোভে নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ।

কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ার ক্ষোভে
নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ।

তৌহিদুর রহমান,নরসিংদীঃ  কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ার ক্ষোভে পদত্যাগ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু। আজ রবিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির মহা-সচিব বরারব লিখিত পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনে হরতাল,অবরোধসহ প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে নব-গঠিত কেন্দ্রীয় কমিটিতে দ্বীন মোহাম্মদ দীপুর স্থান না হওয়ায় এবং আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল না তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ার কারনে ¯^-ইচ্ছায় তিনি জেলা বিএনপির সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৭/৮/১৬ইং

নরসিংদীতে ২ টি চোরাই মটর সাইকেল সহ ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

নরসিংদীতে ২ টি চোরাই মটর সাইকেল সহ ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।


তৌহিদুর রহমান,নরসিংদীঃ নরসিংদী ২ টি চোরাই মটরসাইকেল সহ ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকালে সাংবাদিকদের এই তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান। গতকাল রোববার বিকালে নরসিংদী সদরের সাহেপ্রতাপ এলাকা থেকে তাদের কে চোরাই মটর সাইকেল সহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো বি-বাড়িয়ার সদর উপজেলার ট্যাংকের উত্তর পাড়ার মৃত জহরুল হক ভুইয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২৭) ও একই উপজেলার মধ্য সানকি পাড়ার হানিফ মিয়ার ছেলে রাব্বি মিয়া (২২)।
গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যে জানা যায়, গতকাল বিকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিশেষ অভিযান চালানোর সময় তাদের কে আটক করেন। এসময় তাদের কে মটর সাইকেলের কাগজ-পত্র দেখানোর জন্য বললে তারা বাড়িতে কাগজ রেখে এসেছে বলে জানায়। তাৎক্ষনিক কোন কাগজ দেখাতে না পারায়, মটর সাইকেল সহ তাদের কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও মটর সাইকেল এর মালিকানার কোন কাগজ-পত্র দেখাতে পারেনি আটককৃতরা। প্রাথমিক তদন্তে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় আটককৃত মটর সাইকেল ২ টি চোরাই। আটকৃত মটরসাইকেল ২ টি হলো ইয়ামাহ কোম্পানীর তৈরী ঋত-ঝ মডেলের সাদা রংয়ের মটর সাইকেল যাহার চেসিস নম্বর ২ঈক৩১৪০৬৩২০, এর নম্বর প্লেটে কুমিল্লা-ল ১১-১১৮৪ লেখা ও হিরো হোন্ডা কোম্পানীর তৈরী ঈইত মডেলের কালো রংয়ের মটর সাইকেল, যাহার চেসিস নং-গইখকঈ১২ঊঊঈএঊ০৩৪৬০। এর নাম্বার প্লেটে ঢাকা মেট্রো ল- ২৩-৬৪৭০ লেখা রয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রথমে মটর সাইকেল এর কাগজপত্র চেক করার জন্য আটক করা হয়। কিন্তু আটককৃতরা কাগজপত্র দেথাতে ব্যার্থ হওয়ায় আমরা নিশ্চিত হয় মটর সাইকেল ২ টি চোরাইকৃত। চোরাই মটর সাইকেল এর বিষয়টি নিশ্চত হওয়ার পরই সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৭/৮/১৬ইং 


Saturday, August 6, 2016

নরসিংদীতে ৭২ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

নরসিংদীতে ৭২ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ ৩
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
  

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে ৭২ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাতে নরসিংদী ও পলাশ উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো, সদর উপজেলার শীলমান্দি এলকার আদম আলির ছেলে বাদল মিয়া(৩৮), পলাশ উপজেলার চরসিন্দুর এলাকার নুরুল ইসলামের ছেলে রাসেল মিয়া(২৯) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুবেল মিয়া। 
গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যমতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার রাতে সদর উপজেলার পাঁচদোনা ও পলাশ উপজেলার চরসিন্দুর হতে তাদের আটক করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও খোকন চন্দ্র সরকার। এসময় তাদের কাছ থেকে ৭২ হাজার টাকা সমমূল্যের ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আটককৃতরা গোপনে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দুটি টিম তাদের কে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ টি মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে সব সময়ই গোয়েন্দা পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৬/৮/১৬ইং 

Thursday, August 4, 2016

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু!

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু!

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে  উপজেলার পিরিজকান্দি মাইলবাসা কড়–ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা রাজপ্রাসাদ গ্রামের সামাদ মিয়া (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ¯^জনরা জানান, শ্বাশুড়ির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে দুপুরে  সামাদ মিয়া স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে পাশ্ববর্তী মেড়াতলী গ্রামে যাচ্ছিলেন। পিরিজকান্দি মাইলবাসা কড়–ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় তাঁরা ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এ·প্রেস ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। নিহতের ¯^জনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৪/৮/১৬ইং

নরসিংদীর পলাশে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক।

নরসিংদীর পলাশে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক।


নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো, পলাশ আদর্শ গ্রামের আবদুল মান্নানের ছেলে, কামাল হোসেন (২৮) ও একই এলাকার উকিল মিয়ার ছেলে শরীফ মিয়া (২৪) মহর আলীর ছেলে একাধিক মাদক মামলার আসামি মুকুল মিয়া (৩৫)।

পুলিশের দেয়া তথ্যমতে জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযানে পলাশ উপজেলার বালুচর এলাকা থেকে মুকুল মিয়া (৩৫)কে এক কেজি গাঁজা ও আদর্শ গ্রাম থেকে কামাল হোসেন (২৮) শরীফ মিয়া (২৪) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম উপজেলার ভিবিন্ন স্থানে এই অভিযান চালায়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পলাশ উপজেলার যত মাদক ব্যবসায়ী আছে তাদের নির্মুল করতে সব সময়ই পুলিশের অভিযান চলে এবং মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলবে। তিনি আরো জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে পলাশ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৪/৮/১৬ইং 

নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নারী সহায়তা কক্ষের উদ্বোধন।

নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নারী সহায়তা কক্ষের উদ্বোধন।

তৌহিদুর রহমান,নরসিংদীঃ  নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আসা নারীদের সহায়তা দেয়ার লক্ষে নারী সহায়তা কক্ষের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল মানিক, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রিজওয়ান আহমেদ রাজু, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্ট অফিসার শহিদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন শেষে নারী সহায়তা কক্ষের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন পুলিশ সুপার আমেনা বেগম।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৪/৮/১৬ইং 

Wednesday, August 3, 2016

গাজীপুরে স্টার জলসা দেখা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে খুনের ঘটনায় স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গাজীপুরে স্টার জলসা দেখা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে খুনের ঘটনায় স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

তৌহিদুর রহমানঃ বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।  একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাহিদা আকন্দ ওরফে রীপা নরসিংদী মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের মতিউল ইসলাম ওরফে বাবু মেম্বারের মেয়ে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে সোহরাব হোসেন স্ত্রী।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, সোহরাব-রীপা দম্পতি গাজীপুর সিটি কর্পোরেশনের তেলীপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে

নরসিংদী দিনে-দুপুরে প্রকাশ্যে গ্রামীন ব্যাংকের টাকা ছিনতাই!!

নরসিংদী দিনে-দুপুরে প্রকাশ্যে গ্রামীন ব্যাংকের টাকা ছিনতাই!!

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে প্রকাশ্যে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে গ্রামীন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার হাজীপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা এসময় ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গ্রামীন ব্যাংকের রায়পুরা আমিরগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল হোসেন জানান, দুপুরে হাজীপুর কেন্দ্রে গ্রামীন ব্যাংকের কালেকশন চলছিলো। কালেকশন শেষ করে বের হওয়ার পরেই ৪ জন সন্ত্রাসী চাপাতি ও পিস্তল ঠেকিয়ে কালেকশনের ২ ল¶ ২০ হাজার টাকাসহ ব্যাগ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ওসি জানান, ছিনতাইয়ের পর এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেয়নি পুলিশ, কেউ অভিযোগও করেনি।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩/৮/১৬ইং


Tuesday, August 2, 2016

নরসিংদীতে ৬ বছরের ছেলেকে বলাৎকার এক পাষন্ডের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

নরসিংদীতে ৬ বছরের ছেলেকে বলাৎকার এক পাষন্ডের
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

তৌহিদুর রহমান,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায়  ৬ বছরের শিশু ছেলে কে মুখের ভিতর কাপড় গুজে বলাৎকার করেছে এক পাষন্ড। এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে। আহত অবস্থায় প্রথমে রায়পুরা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশূটির অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে শিশুটি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটির নাম মারুফ মিয়া(৬) সে লোচনপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে। শিশুটির উপর নির্যাতন করেছে পাশের বাড়ির মালেক মিয়ার ছেলে আফসার উদ্দিন (১৮)। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিশুটির পিতা। আজ ¯^ন্ধা ৭ টায় শিশুটির পিতা সাংবাদিকদের কাছে এসে ছেলের নির্যাতনের তথ্য জানিয়ে ন্যায় বিচারের দাবী জানান।

শিশুটির বাবার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, সোমবার দুপুরে নিজ হাতে গোসল করিয়ে নিজে গোসল করতে যান। এসময় পাশের বাড়ির আফসার উদ্দিন দোকানে পাঠানোর কথা বলে ঘরের ভিতর ঢেকে নেয় মারুফ কে। তারপর ঘরের দরজা বন্ধ করে মুখের ভিতর কাপড় গুজে শিশূটিকে বলাৎকার কর্ েআফসার। তারপর দোকান থেকে মজা কেনার জন্য ১০ টাকা দেয় শিশুটিকে।  নির্যাতনের ফলে  শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হয়। রক্তক্ষরন ও শিশুটির কান্নার কারনে বিষয়টি আশেপাশের মানুষ ও তার পিতার দৃষ্টিগোচর হয়। তারপর জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে।  এসময় মারুফ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আাল মামুন জানান, শিশুটিকে খুব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার পায়ু পথ দিয়ে বেশ রক্তক্ষরন হচ্ছিল। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত হলেও তার শরীরের অভ্যন্তরে বেশ ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তার চিকিৎসা চলছে।
এই ঘটনার পর থেকে পাষন্ড আফসার উদ্দিন পলাতক রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ইতিপূর্বেও সে এই ধরনরে ঘটনা ঘটিয়েছে। এমনকি তার পিতা মালেক মিয়াও এই ধরনের ঘটনা ঘটানোর ইতিহাস রয়েছে। মারুফের উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করেছে এলাকাবাসী ও সচেতন ব্যাক্তিরা।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিশুটির উপর নির্যাতনেরে ঘটনা আমরা শুনেছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করিব।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩/৮/১৬ইং