Thursday, March 30, 2017

ডিবি পুলিশের পরিচয় দিয়ে অর্থ আদায় চেষ্টাকালে নরসিংদীতে ৬ প্রতারক কে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ

ডিবি পুলিশের পরিচয় দিয়ে অর্থ আদায় চেষ্টাকালে
নরসিংদীতে  ৬ প্রতারক কে
গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ

তৌহিদুর রহমান, নরসিংদী :- ডিবি পুলিশের পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে প্রতারনা করে অর্থ আদায় করার সাথে জড়িত ৬ প্রতারক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার পৌলানপুর এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও লোহার তৈরী নকল পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মাধবদী থানার চরমাধবদী এলাকার মোতালেব মিয়ার ছেলে হারুনর রশিদ (২০), আলমাছ মিয়ার ছেলে সুজন মিয়া(১৯), ছাত্তার মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৯), আমিনুল ইসলাম এর ছেলে সাহেল মিয়া (২০), সদর উপজেলার নগরবানিয়াদি(আব্দুল্লাহ বাজার) এলাকার জয়নাল শিকদারের ছেলে মোহাম্মদ আলী (২২) ও একই এলাকার রুস্তম আলীর ছেলে আবুল কালাম(২৮)। এসময় ফরিদ নামের অপর এক প্রতারক পালিয়ে যায়।
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রুপন কুমার সরকার জানান,

Tuesday, March 28, 2017

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ 
৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

তৌহিদুর রহমান,নরসিংদী:- ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৪৫ ডাকাত কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়। এসময় আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যায় বলে জানায় গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ধারালো দা, চাইনিজ কুড়াল, ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যায়।  

গ্রেফতারকৃতরা হলো, ঘোড়াদিয়া এলাকার আলতাফ মাহমুদের পুত্র আপেল সুমন ওরফে জয় মোহাম্মদ(২৭),  সুরুজ ভূইয়ার পুত্র লোকমান(২৬), আঃ রহমানের পুত্র রকি(২৪), শিবপুর উপজেলার দুলালপুর এলাকার  মৃত আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন দেলু।

উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, আমার কাছে বিশ্বস্ত সূত্রে সংবাদ আসে যে ঘোড়াদিয়া ঋষিপাড়া এলাকায় শ্মশান কালিপূজা অথবা কোন বাসা বাড়িতে ডাকাতি করার জন্য বেশ  কয়েকজন ডাকাত ওই এলাকায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমি আমার টিম নিয়ে দ্রুত সেখানে যাই এবং সীমানা প্রাটির ঘেরা একটি মাঠে তাদেও অবস্থান শনাক্ত করে ৪ জন কে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৮/৩/১৭ইং

Sunday, March 26, 2017

নরসিংদীতে বিএনপির স্বাধীনতা দিবসের মিছিলে পুলিশের বাধা, গুলি, পুলিশ সহ আহত ৫০॥ আটক ১০

নরসিংদীতে বিএনপির স্বাধীনতা দিবসের মিছিলে
পুলিশের বাধা, গুলি, পুলিশ সহ আহত ৫০॥ আটক ১০ 

তৌহিদুর রহমান: নরসিংদীতে বিএনপির স্বাধীনতা দিবসের আনন্দ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল সামনের দিকে এগুতে চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ কে লক্ষ্য করে এট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। গুলির আতংকে বিএনপির নেতাকর্মীরা দৌড়া-দৌড়ি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে বিএনপির কার্যালয়ের আশেপাশের এলাকা ঘিরে রাখে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জন কে আটক করছে পুলিশ। পুলিশ সহ বিএনপির ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে মিছিল হলেও বিএনপির নেতা কর্মীরা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবী সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে।
পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবীর খোকনের নেতৃত্বে, জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলটি সামনের দিকে যেতে বাঁধা দেয়। ওই সময় কম সংখ্যক পুলিশ থাকায় তাদের বাধা টপকিয়ে মিছিলটি সামনের দিকে এগুতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে নরসিংদী জেলা ফারিয়ার শ্রদ্ধাজ্ঞাপন



মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে 
নরসিংদী জেলা ফারিয়ার শ্রদ্ধাজ্ঞাপন

তৌহিদুর রহমান, নরসিংদী:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধো স্মৃতি সৌধে ফুলি দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মেডিকেল রিপ্রেজেন্টিভদের সংগঠন নরসিংদী জেলা ফারিয়া। আজ সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। এসময় উপস্থিত ছিলেন, ৫ দফা দাবি আদায় আন্দোলন এর আহ্বায়ক ও কেন্দ্রীয় চীফ অফ প্রেসিডিয়াম এস এম এম রহমান, ৫দফার রূপকার ও জাতীয়  কমিটির সাধারন সম্পাদক শফিক মাসুদ, নরসিংদী জেলা মডেল ফারিয়ার সহ-সভাপতি- জায়িনুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ জেলা ফারিয়ার নেতৃবৃন্দ।

#
২৬/৩/১৭ইং 

Friday, March 24, 2017

নরসিংদীতে লুটকৃত ব্যাটারি চালিত অটো রিকশাসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নরসিংদীতে  লুটকৃত ব্যাটারি চালিত অটো রিকশাসহ
ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার


তৌহিদুর রহমান,নরসিংদী:- নরসিংদীতে একটি সংঘবদ্ধ ডাকাত দলের এক মহিলাসহ ছয় ডাকাত কে গ্রেফতার  করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুটকৃত অটো রিকশা ও মোবাইল উদ্ধার করা হয়। আজ শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুরিশের একটি দল সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে আহমেদুল কবীর অপু(৩৩), শিবপুর উপজেলার বাঘাব এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে সোহরাব হোসেন(২৫) ও তার স্ত্রী মানসুরা আক্তার জলি(২৩), রায়পুরা উপজেলার করিমগঞ্জ নয়াহাটী এলাকার মৃত সালাম ভুইয়ার ছেলে রতন ভুইয়া(৪০), সদর উপজেলার মাদবদী থানার চৌয়া মজমপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে দুলাল মিয়া ও রায়পুরা উপজেলার করিমগঞ্জ মৃধাবাড়ির মৃত আবু তাহের মৃধার ছেলে ফরহাদ মৃধা(৩০)। 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,

Wednesday, March 22, 2017

নরসিংদীতে নিহত শিশু আবিরের হত্যা রহস্য উদঘাটন গোয়েন্দা পুলিশের!! বলাতকার করতে বাধা দেয়ায় শ্বাষরোধ করে হত্যা

নরসিংদীতে নিহত শিশু আবিরের হত্যা রহস্য 
উদঘাটন গোয়েন্দা পুলিশের!!
বলাতকার করতে বাধা দেয়ায় শ্বাষরোধ করে হত্যা


তৌহিদুর রহমান, নরসিংদী:- এ যেন ভারতীয় চ্যানেলে প্রচারিত সত্য ঘটনা অবলম্বনে প্রচারিত সিরিয়াল এর কাহিনী। ছেলে শিশু বাচ্চাকে বলাৎকার করতে না পেরে গলা টিপে হত্য করার পর মরদেহের সাথে যৌনতা করার চেষ্টা করা হয়েছে। হত্যার পর লাশ দুই দেয়ালের সংকির্ণ স্থানে ফেলে রাখা হয়। এ নৃশংস ন্যাক্কারজন ঘটনা ঘটিয়েছে শাওন(২৩) নামের এক যুবক। সে পশ্চিমকান্দা পাড়া এলকার আজিজুল ইসলাম এর ছেলে ঘটনাটি ঘটেছে নরসিংদীর সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকায়। । নিহত শিশুর নাম আবির সে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মহিদ মিয়ার ছেলে। তারা নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। ওই এলাকায়  ঘটনার ৪৭ দিনের মাথায় হত্যার মূল রহস্য উদঘাটন করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম মামলাটির সার্বক্ষনিক তদারকি করেন। এ ঘটনায় নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে ঘাতক শাওন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,

দুটি কোয়েল পাখির ডিমের জন্য প্রাণ গেল কিশোরীর নরসিংদী রায়পুরায় সত মায়ের হাতে মেয়ের মৃত্যু আদালতে স্বীকারোক্তি

দুটি কোয়েল পাখির ডিমের জন্য প্রাণ গেল কিশোরীর
নরসিংদী রায়পুরায় সত মায়ের হাতে মেয়ের মৃত্যু
আদালতে স্বীকারোক্তি

তৌহিদুর রহমান:- দুটি কোয়েল পাখির ডিমের জন্য প্রাণ গেল ১১ বছরের মিতু নামের এক কিশোরীর।  ডিম চুরি করাকে কেন্দ্র করে মারধরের সময় গলায় উড়না দিয়ে চেপে ধরায় শ্বাশরোধ হেয় কিশোরীর মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এর শেওপাড়াপাড়া গ্রামে। নিহত কিশোরী মিতুর বাবার নাম ইমান আলি। এ ঘটনায় শিশুটির বাবা রায়পুরাা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে সৎ মা ফরজানা (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করে। আজ দুপুরে নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়,

Friday, March 17, 2017

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন স্কুলে মিড ডে মিল উদ্বোধন



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে 
নরসিংদী পুলিশ লাইন স্কুলে মিড ডে মিল উদ্বোধন

তৌহিদুর রহমান, নরসিংদী:-  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন স্কুলে মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম(বিপিএম) এই কার্যক্রমের উদ্বোধন করেন। এখন থেকে সপ্তাহে পাচ দিন দুপুরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দুপুরের খাবার পাবে। নরসিংদী জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে এই মিড ডে মিল কার্যক্রম চলবে। উদ্বোধন শেষে পুলিশ সুপার নিজ হাতে ছাত্র-ছাত্রীদের খাবার বিতরন করেন। এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহরিয়ার আলমসহকারী পুলিশ সুপার(শিবপুর সার্কেল) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ সুপার(রায়পুরা সার্কেল) বেলাল হোসেন, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিস) মোঃ মুহিতুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, ছাত্র-ছাত্রীদের অভিবাবক ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৭/৩/১৭ইং  

Tuesday, March 14, 2017

নরসিংদীতে দুই সহকারী পুলিশ সুপারের যোগদান

নরসিংদীতে দুই সহকারী পুলিশ সুপারের যোগদান



তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদী জেলা পুলিশে আরও দুই সহকারী পুলিশ সুপার যোগ দিয়েছেন। 
আজ মঙ্গলবার তারা শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসেবে শিবপুর থানায় যোগদান করেন। যোগদানকৃতরা হলেন ৩৪ তম ব্যাচের মোঃ মহিতুল ইসলাম ও মোঃ সালাউদ্দিন। 
মোঃ মহিতুল ইসলাম এর গ্রামের বাড়ি বরিশাল জেলার বিমান বন্দর থানার ফুলতলা এলাকায়। মোঃ সালাউদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগাইর গ্রামে। তারা ২০১৬ সালের জুনে ৩৪ তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৪/৩/১৭ইং  


নারী পুলিশ সদস্য আয়েশা আক্তারের খুনি স্বামীর খুজে পুলিশ তাকে ধরিয়ে দিতে গোয়েন্দা পুলিশের আহবান

নারী পুলিশ সদস্য আয়েশা আক্তারের খুনি স্বামীর খুজে পুলিশ
তাকে ধরিয়ে দিতে গোয়েন্দা পুলিশের 
আহবান

তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে নিহত নারী পুলিশ সদস্য আয়েশা আক্তারের সন্দেহভাজন খুনি স্বামী রুবেল কে হন্য হয়ে খুজছে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেফতার করতে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে। রুবেল কে ধরিয়ে দেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের মোবাইল ফোনে (০১৯২০-২৭২৯২৭) এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, নরসিংদীর মনোহরদীতে কাজী আয়েশা আক্তার নীলা (২২) নামের এক নারী পুলিশ কনষ্টেবলকে শ্বাসরুদ্ব করে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা হাফিজপুর গ্রামের মো.জালাল উদ্দিন মেয়ে। এ ঘটনায় শ্বশুড়সহ  তিনজনকে পুলিশ গ্রেফতার করা হয়।  এ ব্যাপারে সাত জনকে আসামী করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা কাজী মফিজ উদ্দিন। 
মামলা সুত্রে জানা যায়, একই উপজেলার তারাকান্দী গ্রামের জালাল খানের ছেলে রুবেল (২৬) হাফিজপুর গ্রামের কাজী মফিজ উদ্দিনের মেয়ে কাজী আয়েশা আক্তার নীলা (২২) এর সাথে দীর্ঘ দিন প্রেম শেষে পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ সম্মত বিবাহ হয়। রুবেলের স্ত্রী আয়েশা আক্তার নীলা স্বামীর অনুমতি নিয়ে পুলিশে চাকুরি নেয়। নীলার চাকুরী কাল হয়ে বসে শ্বশুর বাড়ির লোকজনের কাছে।  চাকুরী নেয়ার পর থেকেই পুলিশ কন্সষ্টেবল আয়েশা আক্তার নীলাকে চাকুরী ছেড়ে দেয়ার জন্য প্রায় স্বামী রুবেলসহ শ্বশুর বাড়ির লোকজন চাপ দিতে থাকে। আয়েশা চাকুরি ছাড়তে না চাইলে শ্বশুর বাড়ির লোকজন ক্ষীপ্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্বশুড় ও স্বামীর বাড়ীর লোকজন মিলে মহিলা পুলিশ কন্সষ্টবল আয়েশা আক্তার নীলাকে স্বামীর  বসত ঘরে গলায় ওড়না প্যাচিয়ে শ্বাসরুদ্ব করে হত্যা করে। এ ঘটনার পর থেকে স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে। আয়েশা আক্তার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় পুলিশের কনষ্টেবল পদে কর্মরত ছিল। 
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিহত পুলিশ সদস্য আয়েশা আক্তারের সন্দেহভাজন খুনি স্বামী রুবেল কে ধরতে বিভিন্ন উপায়ে চেষ্টা করা হচ্ছে। তাকে গ্রেফতার করতে সম্ভাব্য স্থান সমূহে অভিযান অব্যাহত আছে। সে খুব চতুর পুলিশের চোখ এড়াতে ছদ্ধবেশে গা ঢাকা দিয়েছে। কোন ব্যাক্তি তার সন্দান পেলে আমাদের কে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সে যেন দেশের বাহিওে যেতে না পাওে সে জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।   

#
তৌহিদুর রহমান, নরসিংদী


১৪/৩/১৭ইং


Monday, March 13, 2017

নরসিংদী জজ কোর্ট ও কালেক্টরেট ভবন এলাকা থেকে বাদীকে অপহরণের চেষ্টা মাইক্রোবাস আটক করেছে পুলিশ

নরসিংদী জজ কোর্ট ও কালেক্টরেট ভবন এলাকা থেকে বাদীকে অপহরণের চেষ্টা মাইক্রোবাস আটক করেছে পুলিশ


লক্ষন বর্মন, নরসিংদী:  নরসিংদীতে আধালত পাড়া থেকে মোশারফ হোসেন শিপলু নামে এক বাদীকে অপহরনের চেষ্টা চালায় আসামীরা। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। পরে মসজিদের মুসল্লীরা এসে মাইক্রোবাসটি আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে। আজ সোমবার দুপুরে প্রকাশ্য দিবালোকে নরসিংদী জজ কোর্ট ও কালেক্টরেট ভবন এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত শিপলু ও তার সহযোগিকে রক্তাক্ত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর আদালত এলাকায় উপস্থিত শত শত মানুষের মধ্যে ব্যাপক আতংকের সৃষ্টি হয়।
মামলার বাদী শিপলু’র আত্মীয়-স্বজন ঘটনা সম্পর্কে জানিয়েছে, বছরখানেক পূর্বে নরসিংদী সদর উপজেলার দক্ষিণ পুরানপাড়া গ্রামে বকুল উদ্দিন ভূইয়ার পুত্র মোশারফ হোসেন শিপলু একটি ড্রেজার মেশিন ক্রয় করে বালু উত্তোলনের ব্যবসায় নিয়োজিত হয়। এই ড্রেজারটি কিনার সময় নাগরিয়াকান্দী মহল­ার মৃত শফিকুল ইসলামের পুত্র শহিদুল ইসলামের নিকট থেকে এক লাখ টাকা ধার নেয়। ধারের শর্ত ছিল বালু বিক্রি করে টাকা পরিশোধ করে দিবে। কিন্তু শিপলু সঠিক সময়ে টাকা পরিশোধ করতে পারেনি। গত বর্ষার সময় ড্রেজারটি আড়িয়ালখাঁ নদে বালু উত্তোলনকালে শহীদুল, শিপলুকে ডেকে নিয়ে শহরের ইসলাম প্লাজা নামে একটি মার্কেটের ভিতর আটকে রেখে তার উপর শারীরিক নির্যাতন চালায়। পরে সে ঘটনাক্রমে মুক্তি লাভ করে। এর কিছুদিন পর শহীদুল’র নেতৃত্বে ৪/৫টি স্পীডবোট নিয়ে ২০/২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আড়িয়ালখাঁ নদে গিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। এতে ড্রেজার চালক ও ম্যানেজমেন্টের দায়িত্বরত লোকজন ড্রেজার ছেড়ে পালিয়ে যায়। এসময় আড়িয়ালখা নদ ও পার্শবর্তী এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়। লোকজন আড়িয়ালখাঁ সেতুর উপর উঠে এ দৃশ্য দেখার সময় সন্ত্রাসীরা পূনরায় গুলিবর্ষণ করলে লোকজন সেতু ছেড়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা ড্রেজারটি চালিয়ে বাউলবাড়ীর ঘাটের দিকে নিয়ে যায়। এই ঘটনার পর শিপলু, শহীদুলসহ ৭/৮ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। রায়পুরা আমলী আদালতের মামলা নং সিআর ৩৩৯/১৬। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করার জন্য পিবিআইকে দায়িত্ব অর্পণ করে। পিবিআই মামলাটির উপর তদন্ত প্রতিবেদন দেয়ার পর গতকাল সোমবার শহীদুলসহ অন্যান্য আসামীরা আদালতে হাজিরা দিতে যায়। ওই সময় আসামীরা মামলার বাদী শিপলুকে অপহরণের চেষ্টা চালাতে পারে। এ সময় অবস্থা টের পেয়ে বাদী শিপলু মোবাইল ফোনের বাড়ী জানায়। খবর পেয়ে তার বাড়ি থেকে থেকে ৫/৭ জন লোক আদালতের গেইটে গিয়ে জমায়েত হয়। এরপর শিপলু সাহস করে আদালতের গেইট থেকে বেরিয়ে কয়েক কদম সামনে আসার সাথে সাথেই ৫/৬ জনের একটি অস্ত্রধারী দল তাকে ধরে মারপিট শুরু করে। এতে শিপলুও তার প্রাণ বাঁচানোর জন্য তাদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এ সময় সন্ত্রাসীরা তাকে ধাক্কাতে ধাক্কাতে অপেক্ষমান মাইক্রোবাসটিতে উঠানোর চেষ্টা করে। এসময় শত শত মানুষ আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করতে থাকে। এ সময় কোর্ট মসজিদে মুসল্লীরা যোহরের সুন্নত নামাজ পড়ছিল। হৈ-হুলে­াড় শুনে মুসল­ীরা মসজিদ থেকে উকি দিয়ে এই ঘটনা দেখে ২/৩ জন মুসল্লী এগিয়ে এগিয়ে এসে মাইক্রোবাসটির সামনে দাড়িয়ে যুবকটিকে বাঁচানোর চেষ্টা করে। খবর পেয়ে নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়। মারাত্মক রক্তাক্ত আহত অবস্থায় শিপলু ও তার সহযোগিকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
শিপলুর বড় ভাই বাবলু সাংবাদিকদের জানিয়েছে, থানায় মামলা করতে যাওয়ার পর পুলিশ মামলা নিচ্ছে না। তবে পুলিশ জানিয়েছে দু’পক্ষই থানায় মামলা নিয়ে এসেছে।
লক্ষন বর্মন, নরসিংদী:


Thursday, March 9, 2017

নরসিংদীতে বিপুল পরিমান গাজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার ও এক ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


নরসিংদীতে বিপুল পরিমান গাজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার 
ও এক ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এর নেতেৃতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পলাশ ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। পলাশের খালিশকারটেক এলাকার মৃত আমজাদ হোসেনের এর ছেলে সেলিম(৩৪) এর বসত ঘর হতে ৩০ কেজি গাজা, ১৭০ বোতল ফেনসিডিল ও ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম ও তার অপর সহযোগী হারুন পালিয়ে যায়। শিবপুর উপজেলার বংশিরদিয়া এলাকার ১০০ পিস ইয়াবাসহ সময় আল-আমিন(২৪) নামের এক মাদক ব্যাসায়ীকে গ্রেফতার করা হয়। সে শিবপুর উপজেলার বংশিরদিয়া এলাকার মৃত-ফিরোজ মিয়ার ছেলে। এসময় তার অপর সহযোগী সেলিম ও হারুন পালিয়ে যায়। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদক দ্রব্য উদ্ধার ও এক মাদক ব্যাসায়ীকে আটকের ঘটনায় পলাশ ও  শিবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক দ্রব্য উদ্ধারের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১০/৩/১৭ইং


নরসিংদীতে পদোন্নীত প্রাপ্ত এ এসআই ও এসআইদের র‌্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত


নরসিংদীতে পদোন্নীত প্রাপ্ত এ এসআই ও এসআইদের
 র‌্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত

তৌহিদুর রহমান,নরসিংদী:- নরসিংদীতে পদোন্নতিপ্রাপ্ত ২২ জন উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকদের র‌্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদী পুলিশ লাইনে এই অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী জেলা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। র‌্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহরিয়ার আলম, সহকারী পুলিশ সুপার(শিবপুর সার্কেল) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ সুপার(রায়পুরা সার্কেল) বেলাল হোসেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান সহ নরসিংদীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মাসিক কল্যান সভায় বিদয়ী পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

নরসিংদী জেলায় কর্মরত ১১ জন সহকারী উপ- পরিদর্শক পদোন্নতি পেয়ে উপ-পরিদর্শক ও কনস্টবল হিসেবে কর্মরত ১১ জন সহকরী উপ-পরিদর্শক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। উপ-পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আরশাদ আলী(রিজার্ভ অফিস), মোঃ আব্দুল কুদ্দুস(সদর কোর্ট), মোঃ আরিফ রাব্বানী(রায়পুরা থানা), শেফালী খাতুন(পুলিশ অফিস), মোহাম্মদ ছাইদুর রহমান ভুইয়া (মনোহরদী থানা), বিল্লাল হোসেন(লাইন ওয়ার), আরিফ উল্লাহ(লাইন ওয়ার) ফিরোজ আলী(মাধবদী থানা), মোহাম্মদ মোজাফফর হোসেন(শহর পুলিশ ফাড়ি), মোহাম্মদ মেঝবাহ উদ্দিন(শিবপুর মডেল থানা), মোঃ শহিদুল ইসলাম(নরসিংদী মডেল থানা)।
কনস্টেবল হতে সহকারী উপ-পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, মাহিনুর আক্তার(জেলা গোয়েন্দা শাখা), মোঃ জাহাঙ্গীর আলম(জেলা গোয়েন্দা শাখা), মোঃ আমিনুল ইসলাম(পুলিশ অফিস), মোঃ ইসলাম উদ্দিন(সদর কোর্ট), মোঃ আল- আমিন(এসএএফ শাখা), মোঃ আবক্দুল্লাহ আল মুজাহিদ(এসএএফ শাখা),  মোঃ আনোয়ার হোসেন, (সদর কোর্ট), মোঃ সাইফুল ইসলাম(সদর কোর্ট), মোঃ শাহীন আলম খান(এসএএফ শাখা),, রিমা রাণী দাস (সদর কোর্ট)। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার আমেনা বেগম বলেন, দেশের কল্যানে সর্বোচ্চ আতœত্যাগ করার প্রত্যয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৯/৩/১৭ইং

Thursday, March 2, 2017

নরসিংদীর পাচদোনায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

নরসিংদীর পাচদোনায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড
প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

তৌহিদুর রহমান, নরসিংদী:-  নরসিংদীর পাচদোনায় একটি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আশেপাশের ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জ্বালানী তেলের ভয়াবহ বিস্ফোরণে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চালাচল বন্ধ থাকে। এতে ১ কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,

Wednesday, March 1, 2017

নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন



নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে
পুলিশ মেমোরিয়াল ডে পালন


তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে। দিবস টি উপলক্ষে নরসিংদী পুলিশ লাইনে অস্থায়ী ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদীর জেলা প্রশাসক সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডাঃ সুলতানা রাজিয়া। পুষ্পস্তবক অর্পন শেষে সশস্ত্র পুলিশ সদস্যরা নিহত পুলিশ সদস্যদের স্মরণে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন, এসময় বিউগলে করুন সুর বাজান পুলিশ আর্কেস্ট্রার সদস্যরা।
 শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন থেকে তেলওয়াত ও নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নরসিংদীতে বিদেশী পিস্তল সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

নরসিংদীতে বিদেশী পিস্তল সহ এক সন্ত্রাসীকে
গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


তৌহিদুর রহমান, নরসিংদী :-  নরসিংদীতে বিদেশী পিস্তল সহ ফারুক নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ৩ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ফারুক(২৬) সদর উপজেলার পাচদোনা এলাকার মাহতাব মিয়ার ছেলে। 
গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক আব্দুল গাফফার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাহেপ্রতাপ এলাকা থেকে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ফারুক কে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১/৩/১৭ইং