Tuesday, May 30, 2017

নরসিংদীতে পরিত্যাক্ত পুরনো পত্রিকা ও বইয়ের কাগজ দিয়ে খোলা খাবার পরিবেশন!! মারাত্নক স্বাস্থ্য ঝুকি, সচেতনতা জরুরী

সিংদীতে পরিত্যাক্ত পুরনো পত্রিকা ও বইয়ের কাগজ দিয়ে খোলা খাবার পরিবেশন
মারাত্নক স্বাস্থ্য ঝুকি, সচেতনতা জরুরী




তৌহিদুর রহমান, নরসিংদী:  সকালের নাস্তা খেতে কম বেশী সবাই যাই কাছের রেষ্টুরেন্ট গুলিতে। বেশিরভাগ রেষ্টুরেন্ট গুলিতেই নাস্তার পরোটা, ডিম, লুচি, সিঙ্গারা, পুড়ি পরিবেশন করা হয় পত্রিকার কাগজ দিয়ে। শুধু এই গুলি নয় মুখরোচক ঝাল মুড়ি, ছোলা, অচাড়, জিলাপিসহ বিভিন্ন খোলাজাতীয় খাবার পরিবেশনে অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে এখন পুরনো পত্রিকা ও বইয়ের কাগজ। কোন কিছু না ভেবেই বিক্রেতা যেমন পত্রিকা ও পুরনো বইয়ের কাগজ দিয়ে পরিবেশন করছেন খাবার ঠিক তেমনি আমরাও অসচেতন ভাবে তাই নিচ্ছি। অথচ একটু চিন্তা করলেই বুঝা যাবে কি ভুল আমরা করছি। 
খবরের কাগজ ছাপা হয় শুধু মাত্র পাঠকদের পড়ার জন্য। সেখানে খাবার বিক্রী করার মতো কোন সুযোগ সুবিধা দিয়ে পত্রিকা ছাপা হয়না। মেশিনের মাধ্যমে কালি ব্যবহার করে মুদ্রণ করা হয় পত্রিকা। সেখান থেকে নানা হাত ঘুরে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে সারাদেশের পাঠকের কাছে। অফিসের টেবিলে, বিছানায়, খোলা মাঠে ঘাসের উপর, গাড়ির সিটে যার সুবিধামতো রেখেই পত্রিকা পড়েন পাঠকরা। প্রতিদিনের পত্রিকা জমা রাখা হয় ঘরের কোন অব্যবহৃত জায়গায়। এছাড়া অপ্রয়োজনীয় বই গুলিও কেজি দরে বিক্রীর জন্য জমা রাখা হয়।  যেখানে ইদুর আরশোলার যাতায়াত নিত্ত-নৈমত্তিক ব্যাপার। সেখানে অনেক দিনের পত্রিকা জমা হলে তা বিক্রী করা হয় হকারের কাছে। ধুলো পড়া মেঝের উপর রেখেই তা এক সাথে বেধেই নিয়ে যায় তারা। সেখান থেকে পাইকারী দোকানদারের কাছে বিক্রী করে তারা। সেখানে ধুলোময় জায়গায় দীর্ঘ দিন ধরে রাখা হয়। যার উপর দিয়ে ইদুর, তেলাপোকা, আরশোলা বাসা বাধে। মাকড়সার জাল, বিড়ালের মলমূত্রের সংস্পর্শও থাকে। সেখান থেকে বিভিন্ন  হাটবাজারে যায় এই পুড়নো পত্রিকা ও বই। যা দিয়ে অবলীলায় বিক্রী করা হয় বিভিন্ন খাবার। সবচাইতে উদ্যেগজনক বিষয় হলো ছোট শিশুদের খাবারেও বহুবছর ধরে ব্যবহার হচ্ছে পুরনো পত্রিকা ও কাগজ। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালের সিনিয়র কলসান্টে আবু জায়েদ জানান, এ ধরনের পুরনো কাগজ দিয়ে খাবার বিক্রি করা স্বাস্থের জন্য মারাতœক ঝুকির কারন। এর ফলে শিশুদের ডায়রিয়া, টাইফয়েড, শ^াষকষ্ট  ও লিভারের নান সমস্যা হবে। যেহুতু এই ধরনরে পত্রিকার কাগজ ও বই বিভিন্ন স্থান ও পরিবেশ ও প্রাণীর স্পর্শ পায় সেখানে বহু ধরনের রোগ হবার সম্ভাবনা থাকে। এ বিষয়ে সবার সচেতনতা জরুরী। 
নরসিংদী পৌরসভার স্বাস্থ বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম অপু বলেন। দীর্ঘ দিন ধরেই আমাদের দেশে এই ভাবে পত্রিকার ও বইয়ের কাগজ দিয়ে খাবার  বিক্রি করা হচ্ছে। এর খারাপ দিক গুলি সমন্ধে মানুষ অবগত নয়। পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে সচেতনা সৃষ্টি ও এর ব্যবহার বন্ধ করার উদ্যেগ নেয়া হবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩০/৫/১৭ইং

Saturday, May 27, 2017

রায়পুরার বাশগাড়িতে পুলিশের উপর হামলা ও অপহরণের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা


রায়পুরার বাশগাড়িতে পুলিশের উপর হামলা ও 
অপহরণের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা

অপহৃত পুলিশ সদস্য আহত অবস্থায় লুণ্ঠিত অস্ত্রসহ উদ্ধার

তৌহিদুর রহমান: রায়পুরাার বাশগাড়িতে অভিযান চলাকালে পুলিশের উপর দাঙ্গাবাজদের হামলা ও ১ পুলিশ সদস্য কে অপহরণের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রায়পুরা থানার উপ-পরিদর্শক রইসুল আলম ২৭ জনের নাম উল্লেখ করে ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া দস্যু নেতা রুপু মেম্বার কে। শনিবার দুপুর থেকে বাশগাড়িতে আসামীদের ধরতে সাড়াশি অভিযান চালায় পুলিশ। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বেলাল হোসেন ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম এর নেতেৃত্বে প্রায় ২ শতাধিক পুলিশ বাশগাড়িতে অবস্থান নেয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। 
গত শুক্রবার বাশগাড়ির সংঘর্ষ ও ঘটে যাওয়া কয়েকটি হত্যা মামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। অভিযানে বাশগাড়ির কুখ্যাত দস্যু রুপু মেম্বার কে তার কয়েকজন সহযোগী সহ গ্রেফতার করে পুলিশ। সে খবর তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা পুলিশের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র, টেটা, লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমন করে রুপু মেম্বারকে ছিনিয়ে নেয় তারা। এসময় পুলিশ ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দস্যুরা পুনরায় সংগঠিত হয়ে পুলিশের উপর ভয়াবহ হামলা চালায়। এসময় ১০ পুলিশ সদস্য মারাতœক আহত হয় ও হামিদ নামের এক পুলিশ সদস্য কে অপহরণ করে নিয়ে যায়। পরে শুক্রবার রাতে পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশসহ শতাধিক পুলিশ অভিযান চালিয়ে অপহৃত পুলিশ কনস্টেবল কে আহত অবস্থায় লুন্ঠিত অস্ত্রসহ উদ্ধার করা হয়। 
অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) হাসিবুল আলম জানান, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন কৌশল প্রয়োগ করে অপহৃত পুলিশ সদস্য কে লুণ্ঠিত অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে পুলিশকে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে। সেখানকার অব্যাহত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৭/৫/১৭ইং

Thursday, May 25, 2017

নরসিংদীতে সোনালী ব্যাংক এর সিএসআর কার্যক্রমের আওতায় মেধাবী শিক্ষার্থিদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান


নরসিংদীতে সোনালী ব্যাংক এর সিএসআর কার্যক্রমের আওতায় 
মেধাবী শিক্ষার্থিদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

তৌহিদুর রহমান: ব্যবসায়ীক সামাজিক দায়বদ্ধতা(সিএসআর)’র  অংশ হিসেবে নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে সোনালী ব্যাংক লিমিটেড নরসিংদী প্রিন্সিপাল শাখা। বৃহস্পতিবার বিকেলে প্রিন্সিপাল শাখার ৩য় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়। এস.এস.সি তে ৪ জন ও এইচ.এস.সিতে ৪ জন কে বৃত্তি দেয়া হয়। নরসিংদী প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলেন স্বনামধন্য শিক্ষক আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। 
অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত হওয়ার লক্ষ নিয়ে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। সামাজিক দায়বদ্ধতা শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নয় সবারই আছে। সে বিষয় মাথায় রেখে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এসিস্ট্যান্স জেনারেল ম্যানেজার মনিষ বরণ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ আচার্য, সিনিয়র প্রিন্সিপাল অফিসার বাহলুল আলম।
মেধাবী বৃত্তি পেলো যারা, এস.এস.সি. ক্যাটাগরিতে সিরাজুল উম্মুল কোরা আলিম মাদরাসার শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, রুমী আক্তার, সুমাইয়া আক্তার, শরীফপুর মোহাম্মাদীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো: মোজাম্মেল হক। এইচ.এস.সি ক্যাটাগরিতে আব্দুল মান্নান ভুইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী খায়রুল বাসার, পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া মীম, ঢাকা কলেজের শিক্ষার্থী বিপদ দাশ, আব্দুর কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী সাবিহা রওশন উর্মি। এসময় শিক্ষার্থীদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৫/৫/১৭ইং   

Wednesday, May 24, 2017

৫ দফা দাবীতে ভৈরবে এম পিও মহাসমাবেশ অনুষ্ঠিত



বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন(ফারিয়া)’র

৫ দফা দাবীতে ভৈরবে এম পিও মহাসমাবেশ অনুষ্ঠিত


তৌহিদুর রহমান: ৫ দফা দাবিতে ভৈরবে এমপিও মহাসমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া)। মঙ্গলবার সকালে ভৈরব শহরের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ভৈরব ফারিয়ার সভাপতি আল আতিক পায়েল এর সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এর। কিন্ত বিশেষ কারণে তিনি এই মহাসমাবেশে উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ফারিয়ার চীফ অব প্রেসিডিয়াম এস.এম.এম.রহমান, সাধারণ সম্পাদক মো: শফিক মাসুদ, জাতীয় ফারিয়ার প্রেসিডিয়াম সদস্য সেলিম ভূঁইয়া, অসুস্থতার কারণে মহাসমাবেশে যোগ দিতে পারেননি জাতীয় ফারিয়ার সভাপতি মো. বায়োজিদ হোসেন।  
মহাসমাবেশের মূল বক্তব্য রাখেন, জাতীয় ফারিয়ার সাধারন সম্পাদক মো: শফিক মাসুদ। তিনি অবিলম্বে এমপিওদের দাবী মেনে নেয়ার জন্য সরকার কে অনুরোধ করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। মহাসমাবেশে ফারিয়ার নেতৃবৃন্দ সারাদেশের নিপীড়িত, নির্যাতিত এমপিওদের সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আগত অতিথিবৃন্দের সহযোগিতা কামনা করেন। সমাবেশে এমপিওরা সরকারের কাছে পাচঁ দফা দাবী পূরণ করার জন্য অনুরোধ করেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আশ্বাস দেন খুব দ্রুতই আপনাদের ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের উচ্চমহলে প্রস্তাব করা হবে। মহাসমাবেশে সারাদেশের ফারিয়ার নেতৃবৃন্দসহ প্রায় ২ সহ¯্রাধিক এমপিও অংশগ্রহণ করে। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৩/৫/১৭ইং


Monday, May 22, 2017

নরসিংদী শহরে মনির নামের এক যুবক কে কুপিয়ে হত্যা


নরসিংদী শহরে মনির নামের এক যুবক কে কুপিয়ে হত্যা

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লায় কাজী মার্কেট সংলগ্ন মনির হোসেন (২৪) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাতে নরসিংদী শহরের রাঙ্গামাটি এলাকার একটি টেক্সটাইল মিলের সামনে এই ঘটনা ঘটে। নিহত মনির সদর উপজেলার চরদীঘলদী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে একটি পাওয়ারলুম মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালে তার বড় ভাই জুয়েল কে একই কায়দায় হত্যা করে সন্ত্রাসীরা। সে হত্যা মামলা এখনো বিচারাধীর রয়েছে। হতকাল রাতে মনিরকেও কুপিয়ে হত্যা করা হলো। পুলিশ ধারনা করছে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা এই হত্যাকান্ডটি ঘটাতে পারে। নিহতরে লাশ দাফনের পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।  এব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#
তৌহিদুর রহমান
২২/৫/১৭ইং


পলাশের সামসুল হক হত্যায় স্বামী-স্ত্রী সন্তানসহ ৭ জনের ফাসিঁর রায় ! দীর্ঘ ৮ বছরেও আসামীরা পলাতক


পলাশের সামসুল হক হত্যায়
 স্বামী-স্ত্রী সন্তানসহ ৭ জনের ফাসিঁর রায়
দীর্ঘ ৮ বছরেও আসামীরা পলাতক

তৌহিদুর রহমান: নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর সামসুল হক হত্যার ঘটনায় ৭ জনের ফাসিঁর আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে মৃত্যুদন্ড প্রাপ্ত প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া সামসুল হকের ছেলে জহিরুল হক কে কুপিয়ে মারাতœক জখম করার অপরাধে ৫ জন কে পাচঁ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেক কে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। আজ সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে নরসিংদী অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন এ রায় দেন। আসামীরা সবাই পলাতক রয়েছে। 
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলো, মইজ উদ্দিনের ছেলে আলেক মিয়া, তার স্ত্রী রূপবান, দুই ছেলে শরীফ ও আরিফ মিয়া, একই এলাকার মহব্বত আলী মুন্সির ছেলে আব্দুল গাফফার, সিরাজ মিয়ার ছেলে মারফত আলী ও মুল্লুক চাঁনের ছে

Sunday, May 21, 2017

নরসিংদীতে ৩ লক্ষ টকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে ৩ লক্ষ টকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ
নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীর পৌর শহরেরে কাউরিয়াপাপড়া থেকে ৩ লক্ষ টকা সমমূরে‌্য হেরোইন ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার গত শনিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ১২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী ব্যবসায়ী আলেয়া (৪৮) পৌর শহরের আবু কালামের স্ত্রী। মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করেছে গোয়েন্দা পুলিশ। উপ-পরিদর্শক রুপণ কুমারা সরকার জানান, গ্রেফতারকৃত আলেয়া দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
২১/৫/১৭ইং

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান ৫ জন র‌্যাব হেফাজতে



নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান
৫ জন র‌্যাব হেফাজতে


তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে র‌্যাবের অভিযানের সমাপ্তি ঘটেছে।  নারায়ণগঞ্জ থেকে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেন। রোববার সকালে সে বাড়িতে অবস্থান করা ৫ জনকে র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে শনিবার বিকেল থেকে তৈরী হওয়া রুদ্ধশ^াষ মুহুর্তের অবসান হলো। সকালে ভিতরে থাকা ব্যাক্তিদের কয়েকজন  স্বজন র‌্যাবের সাথে ভিতরে প্রবেশ করে। এরপর পর থেকে একজন একজন করে তাদের কে বাহিরে নিয়ে আসা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পরপর পাঁচ যুবককে এই বাড়ি থেকে বের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মাইক্রোবাসে তোলা হয়। আটককৃতদের কড়া নিরাপত্তায় নারায়নগঞ্জ র‌্যাব- ১১ কার্যালয় নেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

Wednesday, May 17, 2017

মনোহরদীতে ভন্ড সাধুর প্রতারণা দুই পরিবারের ৭ জনকে অচেতন করে মালামাল লুট


মনোহরদীতে ভন্ড সাধুর প্রতারণা
দুই পরিবারের ৭ জনকে অচেতন করে মালামাল লুট


শান্ত বণিক : মনোহরদীতে ধর্মের দীক্ষার নামে সাধু বেশে এক প্রতারক চালকচর এলাকায় দুই হিন্দু পরিবারের সকলকে অচেতন করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার রাতে খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর মোদক বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন ব্যক্তিরা হলো নির্মল চন্দ্র মোদক (৫৫), তার স্ত্রী সবিতা মোদক (৪০), তার তিন মেয়ে আখি মোদক (১৫), শ্রাবন্তী মোদক (১২), তোরা রাণী মোদক (৫), অখিল চন্দ্র মোদক (৫৫), তার স্ত্রী লুনা মোদক (৪০)। 
ঘটনা সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে জনৈক সাধু চালাকচর মোদকপাড়ার শ্রী গুরু আশ্রমে মাঝে-মাঝে আসা-যাওয়া করতো। এক পর্যায়ে এলাকাবাসী তার ধর্মীয় কথাবার্তায় আকৃষ্ট হয়ে পড়ে। এলাকার সনাতন ধর্মীয় লোকজন ধর্মীয় গুরু হিসেবে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে থাকে। বিগত এক সপ্তাহ ধরে মোদক বাড়ির শ্রী গুরু আশ্রমে স্থায়ী ভাবে অবস্থান করে আসছে। তার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সরল বিশ্বাসে তাকে নিমন্ত্রণ করে একেকদিন একেক বাড়িতে নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে নির্মল মোদক তার বাড়িতে সাধুকে নিমন্ত্রণ জানায়। সাধু ঐ রাতে নির্মল মোদকের বাড়িতে গিয়ে প্রসাদ তৈরী করে নির্মল মোদক ও প্রতিবেশী অখিল মোদকের পরিবারের সবাইকে তা খেতে দেয়। কিছুক্ষণ পর দুই পরিবারের সকলেই অচেতন হয়ে পড়লে প্রতারক সাধু নির্মল মোদক ও অখিল মোদকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশিরা তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অচেতন পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অচেতন কারো জ্ঞান ফেরে নি। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসক ডা. মো. শফীকুল আলম বলেন, প্রসাদের সাথে মাত্রারিক্ত ঘুমের ঔষধ ব্যবহার করায় সকলেই অচেতন হতে পারে বলে আমার ধারণা। মনোহরদী থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, প্রতারক সাধু দেয়া প্রসাদ খেয়ে দুই পরিবারের ৭ সদস্য অচেতন হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজন একনো অসুস্থ তারা সুস্থ হলে ঘটনা ভাল করে জানা যাবে। 

#
শান্ত বণিক
১৭/৫/১৬ইং







Monday, May 15, 2017


নরসিংদীর শিবপুরের শামীম হত্যা
গ্রেফতার সোহরাবের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তৌহিদুর রহমান : নরসিংদীর শিবপুরের চাঞ্চল্যকর শামীম হত্যার সাথে জড়িত গ্রেফতার সোহরাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত রোববার বিকেলে নরসিংদীর সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিষ্টেট চন্দন কান্তি দেবনাথের খাস কামরায় ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করা হয়। সোহরাব(২৮) শামীম হত্যা মামলায় সন্দিগ্ন আসামী। সে শিবপুর উপজেলার নোয়াদিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।  মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার গত শনিবার বিকেলে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শামীম হত্যার সাথে জড়িত বলে স্বীকার করে। এরপর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 
তদন্ত কর্মকর্তা জানান, ফেসবুক এর তথ্য যাচাই বাছাই করে প্রযুক্তিগত সহায়তায় সেহরাব কে গ্রেফতার করতে সক্ষম হই। মূলত পাওনা টাকা নিয়ে শামীমের সাথে ফাুরক, বাইদ্দা রুবেল ও সোহরাবের দ্বন্ধের সৃষ্টি হয়। এই কারনে শামীমকে হত্যার পরিকল্পনা করে তারা। ফারুক, রুবেল, সোহরাবসহ ৮জন মিলে হত্যা করে শামীম কে। এখন পর্যন্ত এই হত্যার সাথে জড়িত বলে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অতি শীঘ্রই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ জুন শুক্রবার সকালে শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়া থেকে আইয়ূবপুর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠন জিয়া পরিষদের আহবায়ক শামীম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। রাতের বেলায় শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। স্ত্রী পারুল বেগম গর্ভবতী হওয়ায় শামীম বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়। পরদিন শুক্রবার সকালে পথচারীরা বাড়ীর পাশ্ববর্তী স্থানে শামীমের রক্তাত্ব লাশ দেখতে পায়। স্থানীয়রা পরে ঘরের বেড়া কেটে নিহতের স্ত্রীকে বের করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৫/৫/১৭ইং 

Tuesday, May 9, 2017

২৮ দিনের শিশুকে আসামী করে আদালতে অভিযোগ পত্র তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

২৮ দিনের শিশুকে আসামী করে আদালতে অভিযোগ পত্র
তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব



স্টাফ রিপোর্টার :  নাম তার রুবেল বর্তমান  ১০ মাস, ঘটনার সময় তার বয়স ছিল ২৮ দিন। মিরপুর থানার একটি মারামারি ও চুরির মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রুবেল আত্মসমর্পণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিন নিতে গেলে হতবাক হয়ে যান সেখানকার আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। কেননা, রুবেল বলে যাকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে তার বয়স মাত্র ১০ মাস। আর ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।
শিশুটিকে গত ৩০ এপ্রিল হাজির করার পর তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালত তলব করেছেন। শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলে এবং আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। মামলাটি তদন্ত করেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম। মারুফুল বলেন, তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কথা বলতে পারবেন না। শিশু রুবেলের মা শামীমা আক্তার বলেন, তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে নবম শ্রেণিতে পড়ে। আর ছোট ছেলে রুবেলের বয়স ১০ মাস। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ার আবুল কাশেম (৫৩), তাঁর দুই ছেলে রুবেল (৩০), তুষারসহ (১৯) ২৩ জন আসামি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর জমি দখল করতে আসেন। আসামিরা তাঁর দোচালা ঘরের টিন ভেঙে ফেলেন। ঘর থেকে সোনার চেইনসহ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে তাঁকে হুমকি দেন আসামিরা। শিশু রুবেলকে কেন আসামি করা হলো, জানতে চাইলে বাদী হাবিবুর রহমান  কাছে দাবি করেন, রুবেল নামের ৩০ বছরের একজন আসামি তাঁর বাড়িতে হামলা চালিয়েছিলেন। মামলায় ভুল করে অন্য রুবেলের পরিবর্তে আবুল কাশেমের ছেলে শিশু রুবেলকে আসামি করা হয়েছে। তিনি বলেন, এটা বড় ধরনের ভুল। তিনি চান শিশুটি হয়রানি থেকে মুক্তি পাক।
মিরপুর থানার ওসি নজরুল ইসলাম  বলেন, ‘আমাদের ভুল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কেন ছয় মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা এসআই মারুফ দেবেন।
#


Sunday, May 7, 2017

নরসিংদীতে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার


নরসিংদীতে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
যুবলীগের সম্মেলনের প্রাক্কালে এ মৃত্যু নিয়ে নানা আলোচনা শহর জুড়ে



তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীতে যুবলীগ কর্মী রাহাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার  করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানাধীন গনেরগাও এলাকার আব্দুল্লাহ বাজার সংলগ্ন ঈদগাহ হতে তার লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। নিহত রাহাত(২৮) নরসিংদীর একজন চিহ্নিত সন্ত্রাসী সম্প্রতি। সে যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতো। নিহত রাহাত নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকার জসিম সরকারের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। রাহাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নরসিংদীতে। র‌্যাবের ক্রসফায়ার, গোয়েন্দা পুলিশের ক্রসফায়ার, প্রতিপক্ষের হাতে মৃত্যু এসব নিয়েই ছিল দিনভর আলোচনা। জেলা যুবলীগের কাউন্সিল শুরু হওয়ার সময় নিহত রাহাতের বোন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি আগত অতিথিদের সামনে তুলে ধরেন।

Thursday, May 4, 2017

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ২১ শত পিস ইয়াবা ও ১ কেজি গাজাসহ গ্রেফতার ২

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে
২১ শত পিস ইয়াবা ও ১ কেজি গাজাসহ গ্রেফতার ২


তৌহিদুর রহমান,নরসিংদী:- নরসিংদীতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২১ শত পিস ইয়াবা ও ১ কেজি গাজাসহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার জেলার রায়পুরা ও পলাশ উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামের হবি মিয়ার ছেলে ফারুক মিয়া(৩২) ও পলাশ উপজেলার ঘোড়াশাল শহরের চরপাড়া এলাকার মৃত রব মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম(৪৮)। 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার  গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল রাতে রায়পুরা এলাকা আদিয়াদবাদ এলাকার সিকদারপাড়ার একটি কাঠ বাগানের ভিতর থেকে ১৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফারুক কে গ্রেফতার করেন। অপর এক অভিযানে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ২০০ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজী গাজাসহ হোসনে আরাকে গ্রেফতার করেন। এসময় তার অপর মহিলা সহযোগী পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের মোট মূল্য ৬ লক্ষ ৩৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করা হয়েছে। মাদক দ্রব্য উদ্ধার ও ২ জন গ্রেফতারের ঘটনায় রায়পুরা ও পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৪/৫/১৭ইং


নরসিংদীতে শতভাগ পাশ ২৬ বিদ্যালয়ের পরীক্ষার্থী শতভাগ জিপিএ-৫ এন কে এম স্কুলের

এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ

নরসিংদীতে শতভাগ পাশ ২৬ বিদ্যালয়ের পরীক্ষার্থী
শতভাগ জিপিএ-৫ এন কে এম স্কুলের


তৌহিদুর রহমান:- এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নরসিংদীতে শতভাগ  পাশ করেছে ২৬ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। শতভাগ জিপিএ ৫ পেয়েছে এন কেম হাই স্কুল এন্ড হোমসের পরীক্ষার্থীরা। বেলা ২ টায় আনুষ্ঠানিকভাবে জেলার প্রতিষ্ঠান গুলোতে ফলাফল ঘোষনা শুরু হয়। জেলায় এবছর ৬,৮৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। মোট পাশের সংখ্যা ও  পাশের হারের পরিসংখ্যান বোর্ড কর্তৃক দেয়া হয়নি বলে জেলা প্রশাসকের কার্যলয়ের শিক্ষা শাখা থেকে নেয়া সম্ভব হয়নি। এবার জেলায় মোট জিপিএ ৫ পেয়েছে ১,৮৭২ জন। এদিকে শতভাগ জিপিএ ৫ পাওয়া এন কে এম স্কুল এন্ড হোমস সাড়া ফেলেছে সারা দেশে। এমন রেকর্ডীয় ফলাফল অর্জন করতে বেশ উচ্ছসিত ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা। 
শতভাগ পাশ করা বিদ্যালয় গুলো হলো, এন.কে.এম এন্ড হাই স্কুল এন্ড হোমস(১৬৪), নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়(২৩৮), খানেপুর উচ্চ বিদ্যালয়(৭০), গুলেস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিউট(১৫০), সৈয়দ নগর এ আর উচ্চ বিদ্যালয়(৫০), চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়(৮৭), বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপীঠ(১৫৭), নুরালাপুর উচ্চ বিদ্যালয়(৯০), ড. নজরুল বিন নুর মহসিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৭৫), যশোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়(৫৮), পূর্ব বাগৈকান্দি এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুল(৩৭), কোচেরচর মুকসুদ আলী উচ্চ বিদ্যালয়(১৭), বিন্নবাইদ বালিকা উচ্চ বিদ্যালয়(১২), মাধবদী বালিকা উচ্চ বিদ্যালয়(১৫৩), পলাশ সারকারখানা উচ্চ বিদ্যালয়(৫০), বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়(৫১), বাজনাব আবুল ফাইজ মোল্লা উচ্চ বিদ্যালয় (৪৫), রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (৫৮), বালুয়ারচর উচ্চ বিদ্যালয় (১৪), চরদীঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়(১২), নওয়াপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (১৬), নরসিংদী মডেল হাই স্কুল (২৯), পীরপুর উচ্চ বিদ্যালয় (৩৩) সৈয়দর খোলা বালিকা উচ্চ বিদ্যালয় (১৬), বাংলাবাহার আদর্শ উচ্চ বিদ্যালয় (৪), জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়(৬)।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৪/৫/১৭ইং