নরসিংদীর শিবপুরের শামীম হত্যা
গ্রেফতার সোহরাবের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
তৌহিদুর রহমান : নরসিংদীর শিবপুরের চাঞ্চল্যকর শামীম হত্যার সাথে জড়িত গ্রেফতার সোহরাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত রোববার বিকেলে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট চন্দন কান্তি দেবনাথের খাস কামরায় ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করা হয়। সোহরাব(২৮) শামীম হত্যা মামলায় সন্দিগ্ন আসামী। সে শিবপুর উপজেলার নোয়াদিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার গত শনিবার বিকেলে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শামীম হত্যার সাথে জড়িত বলে স্বীকার করে। এরপর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তদন্ত কর্মকর্তা জানান, ফেসবুক এর তথ্য যাচাই বাছাই করে প্রযুক্তিগত সহায়তায় সেহরাব কে গ্রেফতার করতে সক্ষম হই। মূলত পাওনা টাকা নিয়ে শামীমের সাথে ফাুরক, বাইদ্দা রুবেল ও সোহরাবের দ্বন্ধের সৃষ্টি হয়। এই কারনে শামীমকে হত্যার পরিকল্পনা করে তারা। ফারুক, রুবেল, সোহরাবসহ ৮জন মিলে হত্যা করে শামীম কে। এখন পর্যন্ত এই হত্যার সাথে জড়িত বলে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অতি শীঘ্রই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ জুন শুক্রবার সকালে শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়া থেকে আইয়ূবপুর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠন জিয়া পরিষদের আহবায়ক শামীম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। রাতের বেলায় শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। স্ত্রী পারুল বেগম গর্ভবতী হওয়ায় শামীম বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়। পরদিন শুক্রবার সকালে পথচারীরা বাড়ীর পাশ্ববর্তী স্থানে শামীমের রক্তাত্ব লাশ দেখতে পায়। স্থানীয়রা পরে ঘরের বেড়া কেটে নিহতের স্ত্রীকে বের করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৫/৫/১৭ইং
No comments:
Post a Comment