নরসিংদীতে সোনালী ব্যাংক এর সিএসআর কার্যক্রমের আওতায়
মেধাবী শিক্ষার্থিদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত হওয়ার লক্ষ নিয়ে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। সামাজিক দায়বদ্ধতা শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নয় সবারই আছে। সে বিষয় মাথায় রেখে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এসিস্ট্যান্স জেনারেল ম্যানেজার মনিষ বরণ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ আচার্য, সিনিয়র প্রিন্সিপাল অফিসার বাহলুল আলম।
মেধাবী বৃত্তি পেলো যারা, এস.এস.সি. ক্যাটাগরিতে সিরাজুল উম্মুল কোরা আলিম মাদরাসার শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, রুমী আক্তার, সুমাইয়া আক্তার, শরীফপুর মোহাম্মাদীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো: মোজাম্মেল হক। এইচ.এস.সি ক্যাটাগরিতে আব্দুল মান্নান ভুইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী খায়রুল বাসার, পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া মীম, ঢাকা কলেজের শিক্ষার্থী বিপদ দাশ, আব্দুর কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী সাবিহা রওশন উর্মি। এসময় শিক্ষার্থীদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৫/৫/১৭ইং
No comments:
Post a Comment