Saturday, May 27, 2017

রায়পুরার বাশগাড়িতে পুলিশের উপর হামলা ও অপহরণের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা


রায়পুরার বাশগাড়িতে পুলিশের উপর হামলা ও 
অপহরণের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা

অপহৃত পুলিশ সদস্য আহত অবস্থায় লুণ্ঠিত অস্ত্রসহ উদ্ধার

তৌহিদুর রহমান: রায়পুরাার বাশগাড়িতে অভিযান চলাকালে পুলিশের উপর দাঙ্গাবাজদের হামলা ও ১ পুলিশ সদস্য কে অপহরণের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রায়পুরা থানার উপ-পরিদর্শক রইসুল আলম ২৭ জনের নাম উল্লেখ করে ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া দস্যু নেতা রুপু মেম্বার কে। শনিবার দুপুর থেকে বাশগাড়িতে আসামীদের ধরতে সাড়াশি অভিযান চালায় পুলিশ। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বেলাল হোসেন ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম এর নেতেৃত্বে প্রায় ২ শতাধিক পুলিশ বাশগাড়িতে অবস্থান নেয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। 
গত শুক্রবার বাশগাড়ির সংঘর্ষ ও ঘটে যাওয়া কয়েকটি হত্যা মামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। অভিযানে বাশগাড়ির কুখ্যাত দস্যু রুপু মেম্বার কে তার কয়েকজন সহযোগী সহ গ্রেফতার করে পুলিশ। সে খবর তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা পুলিশের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র, টেটা, লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমন করে রুপু মেম্বারকে ছিনিয়ে নেয় তারা। এসময় পুলিশ ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দস্যুরা পুনরায় সংগঠিত হয়ে পুলিশের উপর ভয়াবহ হামলা চালায়। এসময় ১০ পুলিশ সদস্য মারাতœক আহত হয় ও হামিদ নামের এক পুলিশ সদস্য কে অপহরণ করে নিয়ে যায়। পরে শুক্রবার রাতে পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশসহ শতাধিক পুলিশ অভিযান চালিয়ে অপহৃত পুলিশ কনস্টেবল কে আহত অবস্থায় লুন্ঠিত অস্ত্রসহ উদ্ধার করা হয়। 
অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) হাসিবুল আলম জানান, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন কৌশল প্রয়োগ করে অপহৃত পুলিশ সদস্য কে লুণ্ঠিত অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে পুলিশকে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে। সেখানকার অব্যাহত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৭/৫/১৭ইং

No comments:

Post a Comment