এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ
নরসিংদীতে শতভাগ পাশ ২৬ বিদ্যালয়ের পরীক্ষার্থী
শতভাগ জিপিএ-৫ এন কে এম স্কুলের
তৌহিদুর রহমান:- এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নরসিংদীতে শতভাগ পাশ করেছে ২৬ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। শতভাগ জিপিএ ৫ পেয়েছে এন কেম হাই স্কুল এন্ড হোমসের পরীক্ষার্থীরা। বেলা ২ টায় আনুষ্ঠানিকভাবে জেলার প্রতিষ্ঠান গুলোতে ফলাফল ঘোষনা শুরু হয়। জেলায় এবছর ৬,৮৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। মোট পাশের সংখ্যা ও পাশের হারের পরিসংখ্যান বোর্ড কর্তৃক দেয়া হয়নি বলে জেলা প্রশাসকের কার্যলয়ের শিক্ষা শাখা থেকে নেয়া সম্ভব হয়নি। এবার জেলায় মোট জিপিএ ৫ পেয়েছে ১,৮৭২ জন। এদিকে শতভাগ জিপিএ ৫ পাওয়া এন কে এম স্কুল এন্ড হোমস সাড়া ফেলেছে সারা দেশে। এমন রেকর্ডীয় ফলাফল অর্জন করতে বেশ উচ্ছসিত ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা।
শতভাগ পাশ করা বিদ্যালয় গুলো হলো, এন.কে.এম এন্ড হাই স্কুল এন্ড হোমস(১৬৪), নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়(২৩৮), খানেপুর উচ্চ বিদ্যালয়(৭০), গুলেস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিউট(১৫০), সৈয়দ নগর এ আর উচ্চ বিদ্যালয়(৫০), চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়(৮৭), বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপীঠ(১৫৭), নুরালাপুর উচ্চ বিদ্যালয়(৯০), ড. নজরুল বিন নুর মহসিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৭৫), যশোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়(৫৮), পূর্ব বাগৈকান্দি এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুল(৩৭), কোচেরচর মুকসুদ আলী উচ্চ বিদ্যালয়(১৭), বিন্নবাইদ বালিকা উচ্চ বিদ্যালয়(১২), মাধবদী বালিকা উচ্চ বিদ্যালয়(১৫৩), পলাশ সারকারখানা উচ্চ বিদ্যালয়(৫০), বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়(৫১), বাজনাব আবুল ফাইজ মোল্লা উচ্চ বিদ্যালয় (৪৫), রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (৫৮), বালুয়ারচর উচ্চ বিদ্যালয় (১৪), চরদীঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়(১২), নওয়াপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (১৬), নরসিংদী মডেল হাই স্কুল (২৯), পীরপুর উচ্চ বিদ্যালয় (৩৩) সৈয়দর খোলা বালিকা উচ্চ বিদ্যালয় (১৬), বাংলাবাহার আদর্শ উচ্চ বিদ্যালয় (৪), জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়(৬)।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৪/৫/১৭ইং
No comments:
Post a Comment