নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে
২১ শত পিস ইয়াবা ও ১ কেজি গাজাসহ গ্রেফতার ২
তৌহিদুর রহমান,নরসিংদী:- নরসিংদীতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২১ শত পিস ইয়াবা ও ১ কেজি গাজাসহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার জেলার রায়পুরা ও পলাশ উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামের হবি মিয়ার ছেলে ফারুক মিয়া(৩২) ও পলাশ উপজেলার ঘোড়াশাল শহরের চরপাড়া এলাকার মৃত রব মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম(৪৮)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল রাতে রায়পুরা এলাকা আদিয়াদবাদ এলাকার সিকদারপাড়ার একটি কাঠ বাগানের ভিতর থেকে ১৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফারুক কে গ্রেফতার করেন। অপর এক অভিযানে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ২০০ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজী গাজাসহ হোসনে আরাকে গ্রেফতার করেন। এসময় তার অপর মহিলা সহযোগী পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের মোট মূল্য ৬ লক্ষ ৩৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করা হয়েছে। মাদক দ্রব্য উদ্ধার ও ২ জন গ্রেফতারের ঘটনায় রায়পুরা ও পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
৪/৫/১৭ইং
No comments:
Post a Comment