নরসিংদী সরকারী কলেজের স্টুডেন্ট সার্ভার ইউনিটির
উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ
স্টাফ রিপোর্টার: হাসবো সবাই এ স্লোগান কে সামনে রেখে নরসিংদী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা মিলিত হয়ে গড়ে তুলে সেবা ধর্মী সংগঠন স্টুডেন্ট সার্ভার ইউনিটি। আসন্ন রোজার ঈদে সুবিধা বঞ্চিত কিছু শিশুর মুখে ঈদের হাসি ফুটাতে সচেষ্ট হয়েছে তারা। নতুন জামা প্রদান ও হাতে নকশা করে মেহেদী পড়িয়ে দিয়ে শিশুদেও মুখে হাসি ফুটিয়েছে তারা। আজ মঙ্গলবার সকালে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ মিলনায়তনে এই উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু। সংগঠনটির মুখপাত্র মো: হানিফ মিয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সরকারী কলেজের সভাপতি শিব্বির আহমেদ মোল্লা শিবলী, সাধারন সম্পাদক রাব্বির আহমেদ অতুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খলিল বাবু বলেন, ছোট পরিসরের এই আয়োজন অনেক বড় মহৎ কাজের স্বাক্ষর রেখেছে। মৌলিক চাহিদা পূরণে করতে যাদের যাদের হিমশিম খেতে হয় ঈদে নতুন জামা পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো। তাদের মুখে হাসি ফোটাতে স্টুডেন্ট সার্ভার ইউনিটি যে ভাবে এগিয়ে এসেছে তা অনুকরণীয়। তাদের এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
#
নরসিংদী
১২/৬/১৮ইং
No comments:
Post a Comment