নরসিংদী সরকারী কলেজের রসায়ন বিভাগীয় প্রধানের
দূর্নীতির প্রতিবাদে শ্রেণী কক্ষে তালা দিয়েছে ছাত্ররা
তৌহিদুর রহমান: নরসিংদী সরকারী কলেজের রসায়ন বিভাগীয় প্রধান এর দূর্নীতির প্রতিবাদে শ্রেনী কক্ষে তালা ঝুলিয়েছে ছাত্র-ছাত্রীরা। আজ মঙ্গলবার সকালে ডিপার্টমেন্ট এর শ্রেণী কক্ষে তালা লাগায় তারা। সাধারন ছাত্র-ছাত্রীরা দাবী করে আসেছে প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য কোন ধরনের রসিদ ছাড়াই প্রতি পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ শত থেকে ১ হাজার টাকা করে নেয়া হচ্ছে। রাসায়নিক পরীক্ষার জন্য বরাদ্দের চেয়ে কম মূল্যে নিম্মমানের ক্যামিকেল এনে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বিভাগীয় প্রধান ড. গৌরাঙ্গ চন্দ্র দাস। এই স্যারের কাছে প্রাইভেট না পড়ার কারনে অনেক পরীক্ষার্থীদের কে প্র্যাক্টিকাল পরীক্ষায় কম নম্বর দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে ছাত্র-ছাত্ররী।
এসব অভিযোগের প্রেক্ষিতে নরসিংদী সরকারী কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ড. গৌরাঙ্গ চন্দ্র দাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, প্র্যাক্টিকাল পরীক্ষায় আগত বাহিরের শিক্ষকের আপ্যাায়ন বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নেয়া হয়। প্রাইভেট না পড়ায় নাম্বার কম দেয়া প্রসঙ্গে তিনি বলেন এটি একটি ভুল বুঝা-বুজি। পরীক্ষার্থীদের প্রাক্টিক্যাল পরীক্ষার মানদন্ডের ভিত্তিতেই নাম্বার কম দেয়া হয়েছে। তিনি দাবী করেন ছাত্র-ছাত্ররী তাদের ভুল বুজতে পেরেছে। তারা ক্লাসের তালা খুলে দিয়েছে। তবে তার দেয়া এমন তথ্যের কোন সত্যতা পাওয়া যায়নি। এখন পর্যন্ত ছাত্র-ছাত্ররী দূনির্তীর তদন্ত দাবী করে আসছে। তাদের পক্ষ থেকে কেউ শ্রেনী কক্ষের তালা খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
নরসিংদী
৫/৬/১৭ইং
No comments:
Post a Comment