নরসিংদী পলাশ উপজেলা জাসদের সাধারন সম্পাদক
এর উপর নির্যাতন চালিয়ে পা ভেঙ্গে দেয়া হয়েছে
তৌহিদুর রহমান: দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পলাশ উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মাসুদের উপর নির্যাতন চালিয়েছে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গত রোববার পলাশ উপজেলার নোয়াকান্দা বাজারের পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহাদাত মাসুদ বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পলাশ উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মাসুদ হাসপাতালে বিছানায় শুয়ে জানান, গত রোববার জেলা জাসদের সভাপদি জায়েদুল কবীর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগমনের কর্মসূচি দেন। সে অনুযায়ী নোয়কান্দা বাজারে একটি পথসভার আয়োজান করা হয়। সে পথসভায় যোগ দিতে আমি বাড়ি থেকে বের হই। কিছু পথ যাবার পর গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে পিস্তল, ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। রড ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে এই নির্যাতন চালিয়ে বা পায়ের হাড় ভেঙ্গে দিয়েছে তারা। প্রাণ বাচাতে বাড়ির ভিতর চলে গেলেও সেখান থেকে টেনে হিচড়ে বের করে নির্যাতন করা হয়। পরে অশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইদুর রহমান বলেন, জাসদের সাধারন সম্পাদকের উপর হামলার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনার ব্যাপারে খোজ-খবর নিচ্ছে। হামলার শিকার ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাসদের পক্ষ থেকে হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগ কে দায়ী করলেও ঘটনার সাথে জড়িত নয় বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম। তিনি জানান, জাসদের পোগ্রাম থেকে অনেক দুরে আমি অবস্থান করছিলাম। এসময় শুনতে পায় নোয়াকান্দা এলাকার লোকজন মারামারি করছে। মানুষ আতংকিত হয়ে ছুটাছুটি করছিল। এমন পরিস্থিতিতে আমি বাড়ি চলে যায়। আমরা কারও উপর কোন ধরনের হামলা চালাইনি।
জেলা জাসদের সভাপতি জায়েদুল কবীর মুঠোফোনে জানান, যে ঘটনা ঘটেছে তা খুব দুঃখের ও ন্যক্কারজনক। ঘটনার প্রদিবাদে আমারা প্রতিবাদ সভা করেছি। এ ঘটনার নিন্দা জানাই সেই সাথে আপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন কে আহবান জানাচ্ছি।
#
নরসিংদী
২৫/৬/১৮ইং
No comments:
Post a Comment