Friday, June 29, 2018

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ভয়ংকর খুনি ইদ্রিস নিহত

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে
ভয়ংকর খুনি ইদ্রিস নিহত


তৌহিদুর রহমান: নরসিংদী গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আটো রিকশা ছিনতাইয়েল সাথে জড়িত ভয়ংকর খুনি ইদ্রিস নিহত সহয়েছে। শুক্রবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার শীলমান্দিতে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রাঙ্গলেবি এলাকার আব্দুর রশিদের ছেলে।  
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারী চালিত আটো রিকশা ছিনতাই ও্র চালক খুনের সাথে জড়িতদের ধরতে তদন্ত করছিলেন উপ-পরিদর্শক আব্লদুল গাফফার (পিপিএম)।
এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়। তাদের কে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসে চালক কে হত্যা করে অটো রিকশা ছিনতায়ের ভয়ংকর ঘটনা। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেলে উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েনন্দা পুলিশের একটি টিম খুনি ইদ্রিস কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৮ থেকে ১০ জনের মতো আটো চালক কে জবাই ও শ্বাষরোধ করে হত্যা করেছে বলে জনায়। তার অপর সহযোগীদের কে গ্রেফতার করতে তাকে নিয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, ইদ্রিস কে নিয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে যায়। সদর্ উপজেলার শীলমান্দিতে পৌছানোর পর ইদ্রিস কে নিয়ে যাবার জন্য তার সহযোগীরা পুলিশ কে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। ইদ্রিসের সহযোগীদের গুলি এসে লাগে ইদ্রিসের শরিরে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে পুলিশ। 

#
নরসিংদী
৩০/৬/১৮েইং

No comments:

Post a Comment