Sunday, June 10, 2018

নরসিংদী রেলস্টেশনে সাধারন মানুষের সাথে ইফতার পার্টি নরসিংদী জেলা যুবলীগের

নরসিংদী রেলস্টেশনে সাধারন মানুষের
সাথে ইফতার পার্টি নরসিংদী জেলা যুবলীগের


তৌহিদুর রহমান: আলোকসজ্জাময় ঝাকজমকপূর্ন সাজসজ্জা আর নানান আইটেমের খাবার নয়। নরসিংদী রেল স্টেশনে সাধারন মানুষের সাথে এক কাতারে বসেই ইফতার করেছে নরসিংদী জেলা যুবলীগের নেতা-কর্মীরা। নেতা-কর্মী সাধারন মানুষ ইফতার করেছে তৃপ্তি সহকারে। কোন খাবার উচ্ছিস্ট হয়ে জায়গা করে নেয়নি ডাস্টবিনে। বর্তমান প্রচলিত ইফতার পাটির্তে উচ্ছিষ্ট হওয়া খাবারের জন্য যারা অপেক্ষা করতো দীর্ঘ সময় তারাই আজ অতিথি। পবিত্র রমজান উপলক্ষে গত বছরের ন্যায় নরসিংদী জেলা যুবলীগ নরসিংদী রেল স্টেশনে তাদের ইফতার পার্টি আয়োজন করে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। আরও উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, জেলা যুবলীগ নেতা নাছির মোল্লা, ইব্রাহিম খলিল তুহিন প্রমুখ।
নরসিংদী জেলা যুবলীগের সভপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল রমজানের মহত্ব কে ফুটিয়ে তুলেছে বলেই অনেকে মত প্রকাশ করেন। 
নরসিংদী জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ জানান, রাজনৈতিক দল, অঙ্গ-সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান পবিত্র রামজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। বেশিরভাগ ইফতার মাহফিলে গন্যমান্য, প্রতিষ্ঠিত ও নির্দিষ্ট ব্যাক্তিরাই অংশ গ্রহণ করেন। তাদের সম্মানে আয়োজিত এসব ইফতার মাহফিলে খুব কষ্টে চলা মানুষ গুলো অংশগ্রহণ করতে পারেনা। তারা চেয়ে থাকে বেশী হওয়া খাবারের দিকে। এসব ইফতার মাহফিলে অধিকাংশ খাবার বেশী, উচ্ছিষ্ট ও নষ্ট হয়। শুধুমাত্র ডেকারেশন ও লাইটিংয়ে খরচ হয় অনেক। আমন্ত্রিত অতিথিদের জন্য নিতে হয় বিশেষ ব্যবস্থা।এসব বিষয় গুলি আমাকে বেশ মানুষিক পীড়া দেয়, এবার আমি অনেক ইফতার মাহফিলেই অংশগ্রহণ করি নাই কষ্ট পাই বলে। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি সাধারন মানুষদের জন্য রাজনীতি করতেন। আমরা তাদের আদর্শে রাজনীতি করি। তাদের আদর্শকে সমুন্নত রেখে সাধারন মানুষের মুখে হাসি ফুটাতে চায় নরসিংদী জেলা যুবলীগ। আমরা যুবকরাই মানুষের কল্যাণে ও সেবায় সবার্গ্রে এগিয়ে আসতে হবে। কোন খাবার ও অর্থের অপচয় না করে সাধারন মানুষের সাথে বসে ইফতার করা মানুষের মানবিক মূলবোধ কে জাগিয়ে তুলতে ভূমিকা পালন করবে বলেই আমার বিশ্বাস। এভাবেই আমরা সুখি সমৃদ্ধ একটি দেশ গড়তে পারব।  

#
নরসিংদী
১০/৬/১৮ইং 

No comments:

Post a Comment