নরসিংদী রেলস্টেশনে সাধারন মানুষের
সাথে ইফতার পার্টি নরসিংদী জেলা যুবলীগের

নরসিংদী জেলা যুবলীগের সভপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল রমজানের মহত্ব কে ফুটিয়ে তুলেছে বলেই অনেকে মত প্রকাশ করেন।
নরসিংদী জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ জানান, রাজনৈতিক দল, অঙ্গ-সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান পবিত্র রামজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। বেশিরভাগ ইফতার মাহফিলে গন্যমান্য, প্রতিষ্ঠিত ও নির্দিষ্ট ব্যাক্তিরাই অংশ গ্রহণ করেন। তাদের সম্মানে আয়োজিত এসব ইফতার মাহফিলে খুব কষ্টে চলা মানুষ গুলো অংশগ্রহণ করতে পারেনা। তারা চেয়ে থাকে বেশী হওয়া খাবারের দিকে। এসব ইফতার মাহফিলে অধিকাংশ খাবার বেশী, উচ্ছিষ্ট ও নষ্ট হয়। শুধুমাত্র ডেকারেশন ও লাইটিংয়ে খরচ হয় অনেক। আমন্ত্রিত অতিথিদের জন্য নিতে হয় বিশেষ ব্যবস্থা।এসব বিষয় গুলি আমাকে বেশ মানুষিক পীড়া দেয়, এবার আমি অনেক ইফতার মাহফিলেই অংশগ্রহণ করি নাই কষ্ট পাই বলে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি সাধারন মানুষদের জন্য রাজনীতি করতেন। আমরা তাদের আদর্শে রাজনীতি করি। তাদের আদর্শকে সমুন্নত রেখে সাধারন মানুষের মুখে হাসি ফুটাতে চায় নরসিংদী জেলা যুবলীগ। আমরা যুবকরাই মানুষের কল্যাণে ও সেবায় সবার্গ্রে এগিয়ে আসতে হবে। কোন খাবার ও অর্থের অপচয় না করে সাধারন মানুষের সাথে বসে ইফতার করা মানুষের মানবিক মূলবোধ কে জাগিয়ে তুলতে ভূমিকা পালন করবে বলেই আমার বিশ্বাস। এভাবেই আমরা সুখি সমৃদ্ধ একটি দেশ গড়তে পারব।
#
নরসিংদী
১০/৬/১৮ইং
No comments:
Post a Comment