Wednesday, June 6, 2018

নরসিংদীর পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান

নরসিংদীর পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান 
আটক ২ দালাল, জেল জরিমানা


শরীফ ইকবাল রাসেল: নরসিংদী জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে নরসিংদীর পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ভোক্তা অধিকার আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে এক মাসের জেল এবং আরেক ব্যক্তিকে সরকারী কাজে বাধা দানের কারনে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 
নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 
বুধবার সকালে নরসিংদী শহরের বাসাইলে অবস্থিত পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনার সময় বাসাইল এলাকার নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে এক মাসের জেল এবং বানিয়াছলের আব্দুল মিয়ার ছেলে নজরুল ইসলামকে রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য তিন দিনের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় বিভিন্ন অনিয়ম ও ভেজালের বিরোদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


#
৬/৬/১৮ইং
নরসিংদী
     

No comments:

Post a Comment