নরসিংদী পৌর মেয়রের মাদক বিরোধী অভিযান
চৌয়ালা এলাকার মাদক ব্যবসায়ী মতি কে পুলিশে সোপর্দ
তৌহিদুর রহমান: নরসিংদী পৌর শহর কে মাদক মুক্ত করতে অভিযানে নেমেছে পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। এরই ধারাবাহিকতায় আজ সকালে চৌয়ালা এলাকার সচেতন মানুষ ও জনপ্রতিনিধিদের নিয়ে মাদক ব্যবসায়ী মতি মিয়া কে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি। আটককৃত মাদক ব্যবসায়ী মতি মিয়া দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে বেশ কয়েকবার তাকে পুলিশ গ্রেফতার করে। জামিনে বের হয়ে পুনরায় সে এ ব্যবসা শুরু করে। সে চৌয়ালা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। চৌয়ালা ও আশেপাশের এলাকার মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করতো। মাদক ব্যবসায়ী মতি মিয়া ৫০) শেখেরচর এালাকার মৃত মিন্নত আলীর ছেলে। সে চৌয়ালা এলাকায় বহ বৎসর ধরে বসবাস করে আসছে। তাকে আটকের খবর শুনে আশেপাশের লোকজন জনবন্ধু লোকমান হোসেন স্কুলের মাঠে ভীড় করতে থাকে।

মাদক ব্যবসায়ী আটকের ঘটনা শুনে চৌয়ালায় ছুটে আসেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সৈয়দুজ্জামান। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন মাদকের বিরুদ্ধে সবাইকে জোরদার ভ’মিকা পালন করতে হবে। পৌর মেয়র যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও সাহসী উদ্যোগ। মাদকের বিরুদ্ধে নেয়া যে কোন পদক্ষেপে পুলিশ সর্বাতœক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন তিনি।
নরসিংদী
৬/৬/১৭ইং
No comments:
Post a Comment